আইপিএল নিলামে কোন ক্রিকেটার তাক লাগাতে পারে? কেকেআরের অঢেল টাকা, কাকে কাকে নেবে!  

0

আইপিএলে এবার মিনি নিলাম। তার জন্য নাম লিখিয়েছিলেন ১৩৫৫ জন ক্রিকেটার।এর থেকে নিলামের জন্য চূড়ান্ত বাছাই হয়েছে মাত্র ৩৫০ জন। এই ক্রিকেটারের তালিকায় ভারতীয় রয়েছেন ২৪০ জন। বাকি ১১০ জন বিদেশি। আনক্যাপড অর্থাৎ, জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি এমন ভারতীয়র সংখ্যা ২২৪ জন।  বিদেশিদের মধ্যে আনক্যাপড ক্রিকেটারের সংখ্যা ১৪। ১৬ ডিসেম্বর হবে আইপিএল নিলাম। ১০টি দল কিনতে পারবে ৭৭ জন খেলোয়াড়। এর মধ্যে বিদেশি খেলোয়াড়ের জন্য আছে ৩১টি স্লট। পরে জানা গেল, ৩৫০-এর জায়গায়, সেই সংখ্যা বাড়িয়ে ৩৫৯ করা হয়েছে। কিন্তু হঠাৎ কেন বদল, তা নিয়ে কৌতূহল বেড়েছে।

নিলামে কলকাতা নাইট রাইডার্সের কাছে আছে ৬৪.৩ কোটি টাকা। যা সব ফ্র্যাঞ্চাইজির চেয়ে সবচেয়ে বেশি। ফলে, কলকাতা কাকে কাকে নেয় তার দিকেই থাকবে সবচেয়ে বেশি নজর। কলকাতা ছাড়া চেন্নাই সুপার কিংসের হাতে আছে ৪৩.৪ কোটি টাকা, সানরাইজ়ার্স হায়দরাবাদের আছে ২৫.৫ কোটি টাকা, লখনৌ সুপার জায়ান্টসের আছে ২২.৯৫ কোটি টাকা, দিল্লি ক্যাপিটালসের আছে ২১.৮ কোটি টাকা, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আছে ১৬.৪ কোটি টাকা, রাজস্থান রয়্যালসের আছে ১৬.০৫ কোটি টাকা, গুজরাট টাইটান্সের আছে ১২.৯০ কোটি টাকা, পঞ্জাব কিংসের আছে ১১.৫০ কোটি টাকা, মুম্বই ইন্ডিয়ান্সের হাতে আছে ২.৭৫ কোটি টাকা।

এ বারের আইপিএলে দেখা যাবে না গ্লেন ম্যাক্সওয়েলের মতো তারকাকে। নেই ফাফ ডু’প্লেসিও। এছাড়া আন্দ্রে রাসেলকেও এ বার দেখা যাবে না। দেখা যাবে না মঈন আলী, রবিচন্দ্রন অশ্বিনকেও। দু’কোটি টাকা সর্বোচ্চ বেস প্রাইস ক্যাটেগরিতে থাকা অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন, স্টিভ স্মিথ, ম্যাথু শর্ট, জশ ইংলিসরা নিলামে নজর কাড়বেন বলে মনে করা হচ্ছে।সর্বোচ্চ বেস প্রাইস ক্যাটেগরিতে রয়েছে ভারতের দুই ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার ও রবি বিষ্ণোই। ভেঙ্কটেশকে কেকেআর ছেড়ে দিলেও, ফের নিলামে টার্গেট করে কিনা তাই দেখার।কারণ, কেকেআরের নতুন প্রধান কোচ অভিষেক নায়ার প্রকাশ্যে ভেঙ্কটেশের প্রশংসা করেছেন। গত মরসুমে ভেঙ্কটেশকে ২৩.৭৫ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল কেকেআর। যদিও সেই অনুযায়ী পারফরমেন্স করতে পারেননি ভেঙ্কটেশ। বিশেষজ্ঞরা মনে করছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের দাম সর্বোচ্চ হতে পারে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *