মিনি নিলামে একের পর এক চমক কেকেআরে, দলে বঙ্গ ক্রিকেটার থেকে বাংলাদেশিও!
আবুধাবির এতিহাদ অ্যারেনায় আইপিএল মিনি নিলামে চমকের পর চমক দিল কেকেআর। অঢেল টাকা নিয়ে নেমে, যাকে চেয়েছে তাঁকেই নিয়ে ছেড়েছে কলকাতা। তবে এত সবের মধ্যেও সবচেয়ে সুখবর, অনেক বছর পর এক বঙ্গ ক্রিকেটারকে দেখা যাবে কলকাতার হয়ে খেলতে। দেখা যাবে এক বাংলাদেশের ক্রিকেটারকেও।
প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৮ জন বিদেশি এবং সবমিলিয়ে সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার দলে নেওয়ার সুযোগ পেয়েছে।দশটি দলই সর্বোচ্চ কোটা স্পর্শ করেছে, অর্থাৎ সবাই ২৫ জনের স্কোয়াড সাজিয়েছে।মোট ৩৬৯ জন ক্রিকেটারের নাম ছিল। সেখান থেকে দল পেয়েছেন মোট ৭৭ জন ক্রিকেটার।সবাই ২৫ জনের কোটা পূরণ করলেও দুটি দল বিদেশির সর্বোচ্চ কোটা ৮ স্পর্শ করেনি। গুজরাট টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টস ৭জন করে বিদেশি দলে নিয়েছে।
মিনি নিলামে সবথেকে বেশি ৬৪.৩০ কোটি টাকা নিয়ে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। শেষবেলায় বাংলার ক্রিকেটার আকাশদীপকে বেস প্রাইস ১ কোটি টাকায় দলে নেয় কেকেআর। সেইসঙ্গে বেস প্রাইস ২ কোটি টাকায় তুলে নেয় রাচিন রবীন্দ্রকেও। এর আগে ২ কোটি টাকায় দুই কিউয়ি কিপার ফিন অ্যালেন ও টিম সেইফার্ট-কে ১ কোটি ৫০ লাখ টাকায় কিনেছিল নাইট শিবির।
এ বারের আইপিএল নিলামে ২৫ কোটি ২০ লাখ টাকায় ক্যামেরন গ্রিনকে দলে নেওয়ার পর, ১৮ কোটি টাকায় শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাকে দলে নিয়েছে কেকেআর। তরুণ খেলোয়াড়দের মধ্যে তেজস্বী দাহিয়াকে দলে নেয় কেকেআর। তেজস্বী দাহিয়ার বেস প্রাইস ছিল মাত্র ৩০ লাখ টাকা, কিন্তু নিলামে তাঁকে ১০ গুণ বেশি দাম দিয়ে নিয়ে নেয় নাইটরা। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ টাকায় দলে নেয় কেকেআর।
উল্লেখযোগ্যদের মধ্যে ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনকে ১৩ কোটিতে কেনে সানরাইজার্স হায়দরাবাদ। ৮.৬ কোটিতে জস ইংলিশকে নেয় লখনউ সুপার জায়ান্টস।দল পেয়েছেন সরফরাজ খান। ভারত জাতীয় দলের ব্যাটসম্যানকে ৭৫ লাখ টাকাতে কিনেছে চেন্নাই সুপার কিংস।গতবার কেকেআরে ২৩ কোটিরও বেশি পেয়ে হইচই ফেলে দিয়েছিলেন ভেঙ্কটেশ আইয়ার। এ বার কলকাতা আগ্রহ দেখায়নি। আরসিবি মাত্র ৭ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে।কাইল জেমিসনকে বেস প্রাইস ২ কোটিতে দলে নেয় দিল্লি।
একনজরে দেখে নিন কাদের কিনল কেকেআর
ক্যামেরন গ্রিন -২৫ কোটি ২০ লাখ, মাথিশা পাথিরানা – ১৮ কোটি, তেজস্বী সিং- ৩ কোটি, ফিন অ্যালেন- ২ কোটি, প্রশান্ত সোলাঙ্কি- ৩০ লক্ষ, কার্তিক ত্যাগী- ৩০ লক্ষ, মোস্তাফিজুর রহমান- ৯ কোটি ২০ লক্ষ, রাহুল ত্রিপাঠি- ৭৫ লক্ষ, সার্থক রঞ্জন- ৩০ লক্ষ, দক্ষ কামরা-৩০ লক্ষ, টিম সেইফার্ট-১ কোটি ৫০ লক্ষ, রাচিন রবীন্দ্র -২ কোটি, আকাশদীপ- ১ কোটি। (সব টাকার হিসেব)
