প্রতিবাদে হাজির টলিপাড়া! তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই মিছিলে দেব-সোহম!

0

পথে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে টলি পাড়া। চেনা তারকাদের প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গলা মিলিয়েই। যাদবপুর এইটবি থেকে হাজরা পর্যন্ত দলনেত্রীর সঙ্গেই পায়ে পা মেলালেন, সুরে সুর মেলালেন সায়নী ঘোষ, দেব, রচনা বন্দ্যোপাধ্যায়, সোহম চক্রবর্তী, লাভলি মৈত্র সহ একঝাঁক অভিনেতা অভিনেত্রী ও নেতৃত্ব।  মিছিলে ভিড়ে দেখা গেছে সৌমিতৃষা, ভিভান, রণিতা, তিয়াশা লেপচা, সুভদ্রাদেরও।দেখা গেছে কাঞ্চন মল্লিককেও। তাদের সঙ্গেই প্রায় ৭ কিমি রাস্তা হাঁটলেন বিপুল জনতাও। শুধু অবশ্য এই মিছিলেই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে এর আগেও তৃণমূলের মঞ্চে একাধিকবার দেখা গেছে এই তারকাদের। তবে প্রতিবাদও অন্য মাত্রা নেয়।

গতকাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, ইডি হানা দেয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে চুক্তিভুক্ত ভোটকৌশলী সংস্থা আইপ্যাকের অফিসে ও আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে। ঘটনায় বৃহস্পতিবারই সরব হন রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীক জৈনের বাড়িতে যান তিনি, যান আইপ্যাকের অফিসেও। এরপরই প্রতিবাদে সরব হয় তৃণমূল।

শুক্রবার সকালেই দিল্লিতে কর্তব্য পথের এক নম্বর গেট অর্থাৎ অমিত শাহের অফিসের সামনে ধর্না দিতে দেখা যায় অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায় সহ অন্যান্যদের।  ধর্নার মাঝেই টেনে হিঁচড়ে সরিয়ে দেওয়া হয় শতাব্দী রায়দের। সাংসদ শতাব্দী  রায় বলেন, ‘বিজেপি জানে এবারও ওরা হারবে। তার জন্য যতরকম ভাবে ইডি,সিবিআইদের ব্যবহার করছে, এতে বাংলার মানুষকে আরও বেশি অপমান করছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের সঙ্গে রয়েছে।’

এরপর দুপুরে মিছিলে দেখা যায় টলি পাড়ার তারকাদেরও। দেখা যায় মন্ত্রী, বিধায়ক, সাংসদদেরও।অভিনেতা দেব বলেন, ‘আজ বাংলা এমন একটা পদযাত্রার সাক্ষী হল, যা সারা ভারতবর্ষ আগে দেখেনি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *