‘অতি কষ্টে দেখেছি’, মিমির সিরিজ যেন ‘যাত্রাপালা’! অভিনেত্রীকে কটাক্ষ ‘রোজগেরে গিন্নি’ পরমার

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: সদ্যই হইচই প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তী অভিনীত ওয়েব সিরিজ ‘ডাইনি’। ৬ পর্বের এই সিরিজে মুখ্য চরিত্রে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন মিমি। তবুও ভাল-খারাপ মিলিয়ে দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া তো থাকবেই। তবে এই সিরিজ দেখে সমাজমাধ্যমে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন পরমা বন্দ্যোপাধ্যায়। টলিপাড়ায় যথেষ্ট পরিচিত মুখ তিনি। কটাক্ষ করে বসলেন মিমির মুখশ্রী নিয়েও।

সম্প্রতি মিমির এই সিরিজটি দেখেছেন পরমা। তবে তাঁর যে খুব একটা ভাল প্রতিক্রিয়া নেই এই বিষয়ে, তার প্রমাণ দিচ্ছে সমাজমাধ্যমে তাঁর পোস্ট। পরমার মতে, মিমি নাকি এই সিরিজে অত্যাধিক লিপ ফিলার করিয়েছেন। যার কারণে ঠিকমতো সংলাপ বলতেও পারেননি তিনি। ফেসবুকে পরমা লেখেন, ‘হইচই অ্যাপটা ফোন থেকে ডিলিট করে দিয়েছিলাম বহুকাল আগে। ডাইনি ওয়েব সিরিজের ভুরিভুরি হাইপ আর কিছু ইউটিউবারের প্রশংসা শুনে আমিও ৪৯৯ টাকায় বোকা বনে গেলাম। মেরেকেটে, অতি কষ্টে ৩টে এপিসোড অবধি! তারপর ব্যাস! আর না!’

এখানেই শেষ নয়, তিনি আরও লেখেন, ‘দু একজন ভালো অভিনেতা আছেন, কিন্তু তাঁদের অভিনয় দেখানোর স্কোপ খুবই কম। প্রধান অভিনেত্রী এত বেশি লিপ ফিলিং করিয়েছেন যে ডায়ালগ বলতে গিয়ে ঠোঁটটা খুলছেও না ভালো করে। ইনি এক সময় গানের ওপারে সিরিয়ালে পুপের ভূমিকায় ছিলেন। ওনার অভিনয়ে আমরা মুগ্ধ হতাম, ভাবতে কেমন লাগে! সিরিজটা যতটুকু দেখলাম, খুব জঘন্য লাগলো। যাত্রা টাইপ। সামাজিক পালা।’ তাঁর কাছে এই সিরিজ দেখা নাকি এক কথায়, ‘টাকা নষ্ট’!

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *