মোদীর কাছে প্রশংসিত ‘সাবরমতী রিপোর্ট’, একই কাহিনি নির্ভর ‘এমপুরন’ বন্ধ করতে আদালতে বিজেপি নেতা
এন্টারটেইনমেন্ট ডেস্ক: গোধরাকাণ্ডের প্রেক্ষিতে সিনেমা নির্মাণ এই প্রথম নয়। এই তো গত বছরের কথা। নভেম্বর মাসে মুক্তি পেয়েছিল বিক্রান্ত মাসে অভিনীত ‘দ্য সাবরমতী রিপোর্ট’। দর্শকমহলে তো বটেই, ধীরজ শর্মা পরিচালিত এই ছবি প্রশংসা কুড়িয়েছিল স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন বিজেপি নেতা-কর্মীরাও। বার সেই একই কাহিনি নির্ভর দক্ষিণী ছবি ‘এমপুরন’-এর বিরুদ্ধেই প্রতিবাদে নামল বিজেপি।
গত ২৭ মার্চ মুক্তি পেয়েছে পৃথ্বীরাজ সুকুমারন পরিচালিত মোহনলাল অভিনীত ছবি ‘লুসিফার ২: এমপুরন’। ৬ বছর আগে মুক্তিপ্রাপ্ত ‘লুসিফার’ সিরিজের দ্বিতীয় ছবি এটি। মলয়ালম এই ছবিটির প্রদর্শন বন্ধ করতে সম্প্রতি কেরল হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন দলের ত্রিশূর জেলা কমিটির সদস্য ভি ভি বীজেশ। ছবিতে দেখানো গোধরাকাণ্ড-পরবর্তী ধর্মীয় গোষ্ঠীসংঘর্ষের জেরে দেশে অশান্তি ছড়াতে পারে বলেই আশঙ্কা তাঁর।
যদিও এটাই নতুন নয়, ছবিটি মুক্তির পর থেকেই বিতর্কের কেন্দ্রে। এই প্রসঙ্গে মুখ খুলেছেন মোহনলালও। দাবি করেন, বিতর্কিত অংশগুলি সরিয়ে ফেলা হবে। যদিও এই বিবৃতি মানতে নারাজ বিজেপি নেতা। তিনি বলেন, “ছবি মুক্তি পাওয়ার পর নানা বিতর্ক তৈরি হয়েছে। এ ছবির প্রদর্শন চলতে থাকলে জাতিদাঙ্গা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।”