এটাই শ্রেষ্ঠ সময়! কন্যাকে প্রথমবার দেশে নিয়ে এলেন রাধিকা

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: শহরে অসহনীয় আবহাওয়া। বেড়েছে তাপমাত্রার পারদ। তবুও কন্যার সঙ্গে ভারত সফরের জন্য নাকি এটাই শ্রেষ্ঠ সময় অভিনেত্রী রাধিকা আপ্তের কাছে। হ্যাঁ, সম্প্রতি নিজের শহর মুম্বইয়ে ফিরেছেন তিনি। তবে একা নন, সঙ্গী তাঁর একরত্তি কন্যাও। প্রথমবার মেয়েকে দেশে নিয়ে এলেন অভিনেত্রী।

মঙ্গলবার সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করে রাধিকা জানান মেয়েকে মুম্বই নিয়ে আসার জন্য একেবারে সঠিক সময় বেছে নিয়েছেন তিনি। সঙ্গে প্রকাশ্যে এনেছেন খুদের একটি ঝলকও। যদিও তার সম্পূর্ণ চেহারা দেখাননি তিনি। একটি রোদচশমার (সানগ্লাস) ইমোজি দিয়ে ঢেকে রাখা হয়েছে খুদের চোখ। ক্যাপশনে লেখা, ‘মাতৃভূমিতে পা দিলাম। মা মুম্বই সফরের জন্য একদম সঠিক সময় বেছে নিয়েছে।’

সদ্যই ব্রিটিশ সঙ্গীতশিল্পী এবং সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন রাধিকা। প্রথম থেকেই বলিউডের অন্য তারকাদের তুলনায় একটু ভিন্ন পথে হাঁটতে পছন্দ করেন তিনি। মা হওয়ার খবরটিও প্রকাশ্যে এনেছিলেনে একবারে ভিন্ন কায়দায়। বলাবাহুল্য, একেবারে জাঁকজমকহীন ভাবেই। গত বছর অক্টোবর মাসে অন্তঃসত্ত্বা অবস্থায় লন্ডনের একটি চলচ্চিত্র উৎসবে উপস্থিত হন রাধিকা। সেখানে তাঁর স্ফীতোদর নজরে আসতেই খবর ছড়িয়ে পড়ে। সেই উৎসবে তোলা ছবিগুলি নিজেই সমাজমাধ্যমে পোস্ট করলেও নিজের মা হওয়ার প্রসঙ্গে এক বর্ণও লেখেননি অভিনেত্রী।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *