২৫ বছরের বন্ধুত্ব, নিজের ৬০তম জন্মদিনের আগেই প্রেমে সিলমোহর আমিরের!

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ইন্ডাস্ট্রির অন্দরে আমির খানের প্রেম নিয়ে চর্চা বহুদিনের। আগেই শোনা গিয়েছিল, বেঙ্গালুরু নিবাসিনী এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। নাম গৌরী স্প্র্যাট। সত্যিই কি তাই? নিজের ৬০তম জন্মদিনের আগেই সমস্ত জল্পনা উড়িয়ে প্রেমে সিলমোহর দিলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।

মুম্বইয়ের এক সংবাদমাধ্যমের সঙ্গে জন্মদিন পালনের মাঝেই খোলামেলা আড্ডায় মাতলেন আমির। অভিনেতা জানান, গত দেড় বছর ধরে গৌরীর সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। তবে তাঁর সঙ্গে পরিচিতি কিন্তু বহুদিনের। দীর্ঘ ২৫ বছরের বন্ধুত্ব আমির এবং গৌরীর। বর্তমানে আমিরের সংস্থাতেই কর্মরতা তাঁর নতুন প্রেমিকা। এই মুহূর্তে একত্রবাস করছেন তাঁরা।

আমির বলেন, “গৌরীর সঙ্গে আমার আলাপ হয়েছিল প্রায় ২৫ বছর আগে। এখন আমরা দু’জনেই বাবা মা। গত এক-দেড় বছর আগে থেকে আমরা সম্পর্কে রয়েছি। আমরা আমাদের সম্পর্ক নিয়ে খুবই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমার সংস্থাতেই কর্মরতা গৌরী। আমি ওর জন্য রোজ গান গাই।”

এর আগে একাধিক প্রতিবেদন দাবি করেছিল, ইতিমধ্যে নিজের পরিবারের সঙ্গেও প্রেমিকার আলাপ সেরেছেন আমির। তবে শুধুই কি পরিবার? আমির জানান সম্প্রতি বলিউডের দুই খান, শাহরুখ এবং সলমনের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন তিনি। আমিরের অভিনীত ছবি দেখেছেন তাঁর প্রেমিকা? অভিনেতা নিজেই জানান, গৌরী তাঁর অভিনীত খুব কম ছবিই দেখেছেন। যে ক’টি দেখেছেন তার মধ্যে রয়েছে ‘দঙ্গল’ ও ‘লগান’। সবশেষে ‘লগান’ ছবিতে নিজের চরিত্র ‘ভুবন’-এর প্রসঙ্গ টেনে মজা করে আমির বলেন, “অবশেষে ভুবন ওর গৌরীকে পেয়েই গেল।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *