‘মাধুরী দ্বিতীয় শ্রেণির অভিনেত্রী, ওর জমানা চলে গিয়েছে’, কেন ক্ষুব্ধ কংগ্রেস নেতা?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: দীর্ঘদিনের অভিনয়জীবন। নাচের মুদ্রা থেকে শুরু করে মুখাভঙ্গি, ‘ধকধক সুন্দরী’র রূপের মাধুর্য্যে হারিয়ে যান সকলেই। এ বার তাঁকেই ‘দ্বিতীয় শ্রেণির অভিনেত্রী’ বলে কটাক্ষ করে বসলেন কংগ্রেস নেতা! মাধুরী দীক্ষিতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন নেতা তিকারাম জুলি।

সম্প্রতি বলিউডের এক জমকালো অনুষ্ঠানের আসর বসেছিল রাজস্থানে। কোনও এক রিপোর্টে বলা হয়, সেই অনুষ্ঠানে নাকি বিজেপি শাসিত রাজস্থান সরকার ১০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এ বার এই বিষয়টিকে ঘিরেই বিরোধী সরকারকে একহাত নিলেন তিকারাম। রস্কার বিতরণী অনুষ্ঠানের সমালোচনা যেমন করেছেন, কটাক্ষ ছুড়েছেন মাধুরীর দিকেও।

অভিনেত্রীকে নিয়ে তাঁর মন্তব্য, “মাধুরী একজন দ্বিতীয় শ্রেণির অভিনেত্রী। ওর সময় ফুরিয়ে গিয়েছে। ও ওর সময়ের ছবি ‘দিল’, ‘বেটা’ যখন চলেছিল, তখনই স্টার ছিলেন।” তিনি আরও বলেন, “ওই অনুষ্ঠানে শাহরুখ খান ছাড়া আর কোনও বড় তারকা কেউ আসেননি। যাঁরা এসেছেন, সকলেই দ্বিতীয় শ্রেণির অভিনেতা-অভিনেত্রী। অমিতাভ বচ্চনও এই অনুষ্ঠানে আসেননি।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *