অনন্ত-রাধিকার বিয়েতে আমন্ত্রিত ছিলেন, অথচ আম্বানীকেই চেনেন না কিম কার্দাশিয়ান!
এন্টারটেইনমেন্ট ডেস্ক: গত বছর ১২ জুলাই মুকেশ আম্বানী-নীতা আম্বানীর ছোট ছেলে অনন্ত আম্বানীর সঙ্গে বিয়ে হয় রাধিকা মার্চেন্টের। কয়েক মাস ধরে চলে বিবাহের নানা আচার-অনুষ্ঠান। কে না উপস্থিত ছিলেন না সেই বিয়েতে! আমেরিকান মডেল-অভিনেত্রী কিম কার্দাশিয়ান এবং তাঁর বোন ক্লোয়ি কার্দাশিয়ান। দুই তারকাকে চেনেন না, এমন নেটিজেনদের খুঁজে পাওয়া দুষ্কর।
সেই সময়ে মুম্বইতে বেশ কিছুটা সময় কাটিয়েছিলেন তাঁরা। কিন্তু মজার বিষয় হল, যাঁদের বিয়েতে এসে আমন্ত্রণ রক্ষা করেছিলেন কার্দাশিয়ানরা, সেই আম্বানী পরিবারকেই নাকি চেনেন না তাঁরা। এ কথা নিজেই স্বীকার করেছেন কিম। সম্প্রতি এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি আসলে সত্যিই আম্বানী পরিবারকে চিনি না। কিন্তু অবশ্যই আমাদের দু’জনের সঙ্গেই বন্ধুত্ব আছে, এমন অনেকের সঙ্গে পরিচিতি রয়েছে।” এমনই একজন হল কিম কার্দাশিয়ানদের পরিচিত অলংকার শিল্পী লরেন স্কোয়ার্টস্। যিনি আম্বানীদের জন্যও গহনা তৈরি করেন। কিম কার্দাশিয়ান বলেন, “লরেন আমাদের খুব ভাল বন্ধু। তিনিই আমাদের বলেছিলেন আম্বানীদের বিয়েতে যাচ্ছেন। এটাও জানান, যে আম্বানী পরিবার আমাদেরও আমন্ত্রণ জানাতে ইচ্ছুক। ঝোঁকের বসে আমি হ্যাঁ বলে দিয়েছিলাম।”
বিয়ে থেকে শুরু করে যেকোনও অনুষ্ঠান, আম্বানীদের আয়োজন বরাবরই সাধারণের চোখ কপালে তোলার মতো। সেই প্রসঙ্গেই ক্লোয়ি বলেন, “আম্বানী পরিবার আমাদের যে উপহারটা পাঠিয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন, তার ওজন ছিল ৪০ থেকে ৫০ পাউন্ডে। অর্থাৎ ১৮ থেকে ২২ কেজির কাছাকাছি। আবার সেখান থেকে গানও বেজে উঠেছিল। এমন কিছুর তুলনা খোঁজা মুশকিল। এমন উপহার দেখার পর আর আমন্ত্রণ ফিরিয়ে দেওয়ার জায়গা থাকে না।”