রহস্য রোমাঞ্চে মোড়া ছবি দানব, শ্যুটিংয়ের অভিজ্ঞতা শোনালেন রূপসা

0

টলিপাড়ায় থ্রিলার গল্প যে খুব বেশি দেখা যায় তা নয়। ১২ ডিসেম্বর মুক্তি পাবে রোমাঞ্চ, উত্তেজনায় ভরপুর কাহিনি দানব। পরিচালনায় আতিউল ইসলাম। পরিচালক তাঁর প্রতিটা ছবিতেই সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেন। এই ছবিতেও তার অন্যথা হচ্ছে না। মুখ্য ভূমিকায় রয়েছেন রূপসা মুখোপাধ্যায়, পিয়ার খান, খরাজ মুখোপাধ্যায়, লাবণী সরকার সহ অনেকেই ।

এ প্রসঙ্গে পরিচালক বলেন, “আমি মনে করি সিনেমা মানুষকে সঠিক পথে নিয়ে আসতে পারে। সিনেমার মাধ্যমে আমরা সমাজকে যদি কোনও ভাল বার্তা প্রদান করতে পারি সেটি হবে আমার কাছে অনেক বড় গর্বের বিষয় এবং তার পাশাপাশি যাতে প্রযোজকেরও লাভ হয়।”

এই ছবিতে গান গেয়েছেন রূপম ইসলাম এবং সমিধ মুখোপাধ্যায়। বহুবছর পর দুই শিল্পী একসঙ্গে। একটি গান রুপম ইসলামের কন্ঠে শোনা যাবে এবং তিনি নিজেও এই গানটি নিয়ে খুব উচ্ছ্বাসিত। দ্বিতীয় গানটি গেয়েছেন জাভেদ আলি।

ছবির গান নিয়ে কী বললেন সমিধ?

“স্পষ্টভাবে বলতে গেলে, এই ছবির টাইটেল ট্র্যাকের জন্য সাইকেডেলিক রকই প্রয়োজন ছিল, কারণ ছবির বিষয়বস্তু অনুযায়ী সেটিই সঠিক। আমার বড় হওয়া রক ব্যান্ড কালচারের মধ্য দিয়ে হয়েছে। রূপম আমার প্রায় ৩০ বছরের পুরনো বন্ধু, বাংলা ব্যান্ড আন্দোলনের সময় থেকেই। কখনও আমি স্টেজে, কখনও সে স্টেজে, আমরা অনেক সময় একসাথে পারফর্ম করেছি। আমি আর আতিউল ঠিক করলাম এই গানটি রূপমই গাইবে। আমি ও রূপম গানটি গাইলাম। সঙ্গে হিরোইনের অংশের জন্য ঠিক হলো উর্ভি গাইবে। তাই টাইটেল ট্র্যাকটি আমরা তিনজন মিলে তৈরি করেছি। উর্ভি অসাধারণ জায়গায় এসেছে। এই রেকর্ডিং করতে গিয়ে রূপমের এক নতুন স্বাদ পেলাম। প্রায় ২০ বছর পর রূপমের সঙ্গে কাজ করলাম। আগেও রূপম আমার সঙ্গে কাজ করেছে, কিন্তু সিনেমায় এ বারই প্রথম আমরা একসাথে কাজ করলাম।” রূপম ছাড়াও ছবিতে গান গেয়েছেন জাভেদ আলি। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন দেবজ্যোতি কর ।

নায়িকা রূপসা বলেন, “দানব–এ কাজ করা আমার কাছে সত্যিই এক বিশেষ অভিজ্ঞতা। আতিউল ইসলাম এমন একজন পরিচালক, যিনি অভিনেতাকে নিজের মতো করে চরিত্রটাকে অনুভব করতে দেন, আর সেই স্বাধীনতাই আমাকে ‘উমা’-কে গভীরভাবে বুঝতে সাহায্য করেছে। উমার জীবন সংগ্রাম, তার বাবাকে নিয়ে থাকা দায়িত্ব, নিজের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন, আর সেই স্বপ্ন ভেঙে যাওয়ার যন্ত্রণার ভেতর দিয়ে চরিত্রটি এগোয়। এমন চরিত্র পেয়ে আমি খুব খুশি।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *