বড় নিষেধাজ্ঞা অরিজিতের অনুষ্ঠানে, কনসার্ট দেখতে যাচ্ছেন? সাবধান!
এন্টারটেইনমেন্ট ডেস্ক: অরিজিৎ সিংয়ের অনুষ্ঠান বলে কথা, উপচে পড়া ভিড় আর দর্শকদের উন্মাদনা থাকবে না, তা কীভাবে হয়! তবে খ্যাতি যেমন থাকবে, বিড়ম্বনাও রইবে। অনেক সময়ে দর্শকদের ভিড় তৈরি করে বিশৃঙ্খলার। আজ, রবিবার, মুম্বইয়ে অরিজিৎ সিংয়ের কনসার্ট। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই জারি হল একাধিক নিষেধাজ্ঞা।
এ দিন মুম্বইয়ে অরিজিতের অনুষ্ঠানে নিয়ে যাওয়া যাবে না বেশ কিছু জিনিস। সেই তালিকার শুরুতেই রয়েছে দাহ্য বস্তু যেমন লাইটার। কোনও জিনিস লুকিয়ে অনুষ্ঠানে ঢুকতে চাওয়াতেও নেই ছাড়! নিরাপত্তা যাচাইয়ের জায়গাতেও কড়াকড়ি থাকবে বলে জানা যাচ্ছে। এছাড়াও সম্পূর্ণভাবে নিষিদ্ধ মাদকদ্রব্য এবং ধারালো অস্ত্র।
অনেক ক্ষেত্রেই লাইভ অনুষ্ঠানে ভিডিয়ো রেকোর্ডিং নিয়ে থাকে নিষেধাজ্ঞা। অনুষ্ঠানের অংশ রেকর্ড করে সমাজমাধ্যমে প্রকাশ্যে আনলে তা পৌঁছে যায় লক্ষ লক্ষ নেটিজেনদের ফোনে। সেখানে একটি বিরাট অঙ্কের অর্থের বিনিময়ে কনসার্টের টিকিট কেনা অর্থহীন হয়ে পড়ে। অরিজিতের কনসার্টেও রয়েছে এর কিছু নিয়ম। মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা গেলেও, ডিএসএলআর ক্যামেরা অথবা ট্রাইপড একেবারেই নিষিদ্ধ।