পাঁচ বছর পর সুশান্ত মামলায় ইতি, মুখ খুললেন রিয়ার ভাই শৌভিক
এন্টারটেইনমেন্ট ডেস্ক: আত্মহত্যাই করেছেন সুশান্ত সিং রাজপুত। অভিনেতার মৃত্যু নিয়ে তদন্তে অন্তিম রিপোর্ট পেশ করেছে সিবিআই। প্রাথমিক তদন্তে এই ঘটনার সঙ্গে নাম জড়িয়েছিল সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক চক্রবর্তী এবং বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীর। দুই ভাইবোনকে মাস কয়েক জেল খাটতেও হয়েছিল। তবে অবশেষে স্বস্তি। পাঁচ বছর মুখ খুললেন রিয়ার ভাই শৌভিক।
বিগত পাঁচ বছর ধরে দিদির সঙ্গে রয়েছেন সৌভিক। সাহস জুগিয়েছেন অভিনেত্রীকে। এ দিন সমাজমাধ্যমেও দিদিকে পাশে নিয়ে লিখলেন, ‘সত্যের জয় হল’।

২০২০-র ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্ত সিং রাজপুতের নিথর দেহ। এই একটা ঘটনা যেন নাড়া দিয়েছিল গোটা দেশকেই। এই ঘটনার পর কেটে গিয়েছে পাঁচটা বছর। তবুও ধোঁয়াশা যেন ছিলই। সুশান্তের আকস্মিক মৃত্যু কি আত্মহত্যা ছিল না কি খুন, সেই প্রশ্নেরই চূড়ান্ত উত্তর দিল সিবিআই। শনিবার মুম্বই আদালতকে বলিউড অভিনেতার মৃত্যু মামলার অন্তিম রিপোর্ট জমা দিল তদন্তকারী সংস্থা।
আত্মহত্যাই করেছিলেন সুশান্ত। স্পষ্ট জানিয়ে দিল সিবিআই। প্রাথমিকভাবে, মামলাটি আত্মহত্যা বলেই জানানো হয়েছিল। অন্তিম রিপোর্টেও উঠে এল এই একই তথ্য।