এ যেন উইকেটরক্ষকদের লড়াই, ঈশানের সেঞ্চুরি আবার জোফ্রার লজ্জা

0

স্পোর্টস ডেস্ক: দুর্দান্ত ঈশান কিষাণ। ফ্লপ মাস্টার জোফ্রা আর্চার। তাতেই দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ ৪৪ রানে হারিয়ে দেয় রাজস্থান রয়্যালসকে। ঈশানের দুরনৃত সেঞ্চুরিতে সানরাইজার্সের ৬ উইকেটে ২৮৬ রানের জবাবে স্যামসনদের লড়াইয়ের পরও রাজস্থান থামে ৬ উইকেট হারিয়ে ২৪২ রানে।


গত মরসুমটা মুম্বই ইন্ডিয়ান্সে ভাল কাটেনি ঈশান কিষাণের। দলও চলে গিয়েছিল তলানিতে। এবার দল বদল করেই পুরনো রূপে যেন ফিরলেন তিনি। নতুন দলে শুরুটা করলেন একেবারে সেঞ্চুরি দিয়েই। আইপিএল কেরিয়ারেও এটা তাঁর প্রথম সেঞ্চুরি। সেটাও পেলেন আইপিএল কেরিয়ারের ১০০ তম ইনিংসে। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ঈশান যখন ব্যাট করতে নামেন ৩.১ ওভারে হায়দরাবাদের স্কোর ৪৫/১। সেখান থেকে ৪৭ বলে ১০৬ রান করার পথে ১১টি চার ও ৬টি ছক্কা মেরেছেন ঈশান। আর তাঁর রানের খিদে ও রাগটা যেন গিয়ে পড়ে জোফ্রা আর্চারের ওপর।


ওভারে দিয়েছেন ৭৬ রান। যা আইপিএলে সবচেয়ে বেশি খরুচে রান। ইতিহাসে এক ম্যাচে এর চেয়ে বেশি রান দেওয়ার ঘটনা আছে মোটে সাতটি। এত দিন আইপিএলের ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড ছিল মোহিত শর্মার। গুজরাট লায়নসের এই বোলার গত আসরেই ৪ ওভার ৭৩ রান দিয়েছিলেন, তাঁকে এবার ছাড়িয়ে গেছেন আর্চার।  মাত্র দু’রানের জন্য হায়দরাবাদ নিজেদের গড়া সর্বাধিক রানের রেকর্ডটা ভাঙতে পারেনি। বাঁহাতি উইকেটরক্ষকের সেঞ্চুরি ছাড়াও ট্র্যাভিস হেডের ৩১ বলে ৬৭ এবং ক্লাসেনের ১৪ বলে ৩০ রান করেন। জবাবে সঞ্জু স্যামসন, ধ্রুব জুড়েল চেষ্টা করলেও জয়ের বন্দরে রাজস্থানকে পৌঁছে দিতে পারেননি। স্যামসন করেন ৩৭ বলে ৬৭। জুড়েল করেন ৩৫ বলে ৭০ রান। শেষদিকে শিমরন হেটমায়ার করেছেন ২৩ বলে ৪২ রান, আর ১১ বলে অপরাজিত ৩৪ করেছেন শিবম দুবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *