বাড়ির দরজা ভেঙে পুলিশের হানা, বিশেষ ক্ষমতা আইনে আটক বাংলাদেশি মডেল মেঘনা আলম

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ, বাংলাদেশি মডেল তথা অভিনেত্রী মেঘনা আলমকে এক মাস কারাগারে আটকে রাখার নির্দেশ দিল ও পার বাংলার আদালত। গত বৃহস্পতিবার রাতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত মেঘনাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

২০২০ সালে মিস আর্থ বাংলাদেশ হয়েছিলেন মেঘনা। হঠাৎ তাঁকে কেন কারাগারে থাকার এই নির্দেশ? কোন ক্ষেত্রেই বা প্রয়োগ করা হয় বিশেষ ক্ষমতা আইন? জানা যায়, সমাজ এবং দেশের ক্ষতি হতে পারে এমন কোনও কাজের সঙ্গে যদি কোনও ব্যক্তি যুক্ত থাকেন, সেই ক্ষেত্রে ওই সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা যেতে পারে।  সমাজে স্থিতিশীলতা বজায় রাখার জন্যই নাকি এই আইন প্রয়োগ।

বুধবার রাতে মেঘনার বাড়িতে হানা দিয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সেই সময়ে লাইভে ছিলেন মেঘনা। বাড়ির দরজা ভেঙে ঢুকে তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় বলেই জানা গিয়েছে। ওই লাইভে সকলের সামনে নিজেকে নির্দোষ বলে দাবি করলেও পরে মেঘনার সেই লাইভ মুছেও যায় সমাজমাধ্যমের পাতা থেকে।

কিন্তু ঠিক কী করেছেন এই খ্যাতনামী মডেল? কেন হঠাৎ আটক করা হল তাঁকে? যদিও এর উত্তর অস্পষ্ট।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *