জনপ্রিয় নায়িকা, অনলাইনে পোশাক বিক্রিই এখন ভরসা! মেয়েকে নিয়ে শহর ছাড়লেন সুস্মিতার বৌদি
এন্টারটেইনমেন্ট ডেস্ক: রাজস্থানের মেয়ে। মুম্বই এসে নিজের কষ্টে মাটি শক্ত করেছেন তিনি। ননদ ‘মিস ইউনিভার্স’ সুস্মিতা সেন হলেও তিনিও কম পরিচিত মুখ ছিলেন না টেলিভিশনের পর্দায়। কথা হচ্ছে অভিনেত্রী চারু আসোপাকে নিয়ে। এক সময়ের জনপ্রিয় অভিনেত্রীর বর্তমানে ফেসবুক লাইভে পোশাক বিক্রিই পেশা!
২০১৯ সালে বেশ ধুমধাম করে সুস্মিতার ভাই রাজীব সেনের সঙ্গে বিয়ে হয় চারুর। ২০২১ সালে কোলে আসে কন্যা জিয়ানা। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই দাম্পত্য কলহ। পরিস্থিতি এতটাই অসহনীয় হয়ে ওঠে যে রাজীবের বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হন অভিনেত্রী। কিছু বছর আগেই আইনিভাবে আলাদা হয়েছে রাজীব এবং চারুর পথ। মেয়েকে নিয়ে মুম্বইতে থিতু হয়েছেন একাকী মা। কিন্তু সেখানে খরচ সামলানো ক্রমশ কঠিন হয়ে উঠছিল তাঁদের কাছে। সম্প্রতি অনলাইনে পোশাক বিক্রি করতেও দেখা যায় চারুকে। তিনি নিজে জানিয়েছেন, মায়ানগরীতে নাকি প্রায় দেড় লাখ টাকা খরচ হয় প্রতি মাসে। তিনি বলেন, “মুম্বইতে থাকা আমার পক্ষে সহজ নয়। প্রতি মাসে এক থেকে দেড় লাখ টাকা খরচ হয় সবমিলিয়ে। আমি আমার মেয়ে জিয়ানাকে কোনও পরিচারিকার কাছে ছেড়ে যেতে পারব না। তাই মুম্বই ছাড়তে বাধ্য হচ্ছি। ভেবেচিন্তেই এই সিদ্ধান্তটা নিয়েছি।”
শেষে মুম্বই ছেড়ে অভিনেত্রীকে ফিরে যেতে হয়েছে বিকানেরে। অভিনেত্রী জানান, এই মুহূর্তে তাঁর বাবা-মার সঙ্গেই থাকছেন তিনি। প্রায় এক মাসের বেশি হয়ে গেল জিয়ানার আমার সঙ্গে এখানে রয়েছে। অন্যদিকে অনলাইন ব্যবসা করাকে ঘিরেও কম সমালোচনার শিকার হতে হয়নি চারুকে। যদিও সেই সবে কান দিতে রাজি নন তিনি। বলেন, “নতুন কিছু শুরু করলে বাধা তো আসবেই। আমার ক্ষেত্রেই বা কী আলাদা? আমি যেটাই করছি, তা নিজের দমে। অর্ডার নেওয়া থেকে শুরু করে প্যাকেজিং, স্টক নিয়ে আসা, সবটাই নিজে। আমি যখন মুম্বই এসেছিলাম অভিনয়ের জন্য, তখনও কিছু সহজ ছিল না। নিজের পরিচয় তৈরি করার জন্য কম পরিশ্রম করতে হয়নি। আমি এখন নতুন ব্যবসা শুরু করেছি যাতে সন্তানের খেয়াল রাখতে পারি। আর আমি মনে করি না এতে কোনও ভুল আছে।”