শ্রাবন্তীর খোলা পিঠে জয় গোস্বামীর কবিতা! ‘মালাচন্দন’-এ ফুটল শিবপ্রসাদের প্রেম
এন্টারটেইনমেন্ট ডেস্ক: উপুড় হয়ে শুয়ে আছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কালো কালির রেখা ছুঁয়ে যাচ্ছে তাঁর খোলা পিঠ। ‘যাও, আজীবন অশান্তি ভোগ করো!’ জয় গোস্বামীর কবিতা। কলম ধরেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। হচ্ছে টা কী! শুক্রবার মুক্তি পেয়েছে ‘আমার বস’ ছবির গান। সেখানেই নায়ক-নায়িকার প্রেমে মাতল নেটপাড়া।
‘বহুরূপী’র সেই শিবপ্রসাদ যে ধীরে ধীরে প্রেমিক পুরুষ হয়ে উঠছেন, তা বলাই বাহুল্য! ‘আমার বস’ ছবির সঙ্গে শ্রাবন্তীর সঙ্গে শিবপ্রসাদের রসায়ন বেশ মনে ধরেছে অনুরাগীদের। নেপথ্যে অনুপম রায়ের কণ্ঠ। এ দিন মুক্তি পেল ছবির গান, ‘মালাচন্দন’। ছবিতে তাঁদের মেলবন্ধন ঠিক কতটা মন জয় করতে পারে দর্শকদের, এখন সেটাই দেখার।
দীর্ঘ দুই দশক পর নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘আমার বস’ ছবির হাত ধরে বাংলা সিনেমার পর্দায় প্রত্যাবর্তন করলেন রাখি গুলজার। বাংলার দর্শকদের কাছে শিবপ্রসাদ-নন্দিতা রায়ের ছবির চাহিদা বরাবরই তুঙ্গে। এর আগে ‘ইফি’তেও প্রশংসিত হয়েছিল এই ছবি। গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চেও চর্চিত এটি। মা-ছেলের সম্পর্ককে ঘিরে আবর্তিত ‘আমার বস’ দর্শকদের চর্চার কেন্দ্রে কতটা আবর্তিত হতে পারে, তা ক্রমশ প্রকাশ্য। অপেক্ষা ৯ মে পর্যন্ত।