‘কার্টুনের রাজ্যে’ প্রেমিকের সঙ্গে দেবচন্দ্রিমা! প্রাক্তনকে নিয়ে বিতর্কের মাঝেই সম্পর্কে সিলমোহর?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বিগত কয়েক দিন ধরেই বেশ আলোচনায় রয়েছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। প্রাক্তন সায়ন্ত মোদককে ঘিরে বিতর্কে তিনিও উঠে এসেছেন খবরের শিরোনামে। সর্বসমক্ষে কিরণ মজুমদারের হয়ে গলা ফাটানো থেকে শুরু করে প্রাক্তনকে কড়া হুশিয়ারি, কোনও কিছুতেই পিছিয়ে থাকেননি অভিনেত্রী। তবে এ বার, প্রাক্তনকে নিয়ে বিতর্কের মাঝেই প্রেমের ইস্তেহার দিলেন নাকি তিনি?
এই মুহূর্তে সমাজমাধ্যম ছেয়ে গিয়েছে জনপ্রিয় ঘিবলি আর্টে। সাধারণ মানুষ তো বটেই, তারকারাও বাদ যাননি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কার্টুনের বেশে ধরা দেওয়া থেকে। ট্রেন্ডে গা ভাসিয়েছেন দেবচন্দ্রিমাও। সমাজমাধ্যমে নিজের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তিনি। আর সেখানেই নজর আটকেছে অনুরাগীদের। একটি ছবিতে দেখা যাচ্ছে একফ্রেমে ধরা দিয়েছেন যুগল। একদৃষ্টে মেয়েটি তাকিয়ে রয়েছেন ছেলেটির দিকে।
এখানেই শেষ নয়, আরও একটি ছবিতে দেখা যাচ্ছে দুই পোষ্যকে নিয়ে ছেলেটি শুয়ে রয়েছেন বিছানায়। সবকটিই অ্যানিমেটেড ছবি হওয়ায় তাঁদের আসল চেহারা বোঝা সম্ভব নয়। কিন্তু অনুরাগীদের অনুমান, দেবচন্দ্রিমা নিজের কিছু আদুরে মুহূর্তই ফ্রেমবন্দি করেছেন ‘কার্টুনের রাজ্যে’। ছবিগুলি পোস্ট করে তিনি লেখেন, ‘আমাদের মনের কথা প্রকাশ্যে আনতে জিবলি না বুঝেই সাহায্য করল।’ সবটা খোলসা করে না বললেও, অভিনেত্রীর ছবিকে ঘিরে শুরু হয়ে বিস্তর আলোচনা। অনেকেই মনে করছেন তা হলে হয় তো সামনে না এনেও প্রেমের ইস্তেহার দিলেন নায়িকা।