নেহার জন্য কোটি টাকার ক্ষতি! ‘গায়িকারই উচিত টাকা ফিরিয়ে দেওয়া’, পাল্টা অভিযোগ আয়োজকদের

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: নেহা কক্করের মেলবোর্নের অনুষ্ঠান ঘিরে আলোচনার শেষ নেই সমাজমাধ্যমে। গানের অনুষ্ঠানে পৌঁছেছিলেন তিন ঘণ্টা দেরিতে। তার জন্য ‘গো ব্যাক’ স্লোগানও শুনতে হয় তাঁকে। এছাড়াও ধেয়ে এসেছিল একাধিক কটাক্ষ। সমাজমাধ্যমে তার একটা সাফাই দেওয়ার চেষ্টা করেছিলেন গায়িকা। আয়োজক সংস্থার উপর অব্যবস্থার অভিযোগ এনে নেহা জানিয়েছিলেন তিনি বিনা পারিশ্রমিকে গেয়ে এসেছেন। এমনকি এমনও দাবি করেছিলেন যে তাঁর টাকা নিয়ে চম্পট দিয়েছেন তাঁরা। এ বার সেই আয়োজক সংস্থাই আঙুল তুলল গায়িকার দিকে।

তাঁদের দাবি, নেহাকে অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো নাকি তাঁদেরই ভুল। এছাড়াও অস্ট্রেলিয়ায় নিয়ম বর্হিভূত কাজ করারও অভিযোগ উঠেছে গায়িকার বিরুদ্ধে। পাশাপাশি টাকা নিয়ে পালানোর অভিযোগের বিরুদ্ধে আয়োজকদের দাবি, নেহার জন্যে বিরাট টাকার ক্ষতি হয়েছে তাঁদের এবং গায়িকার নিজেরই উচিত টাকা ফিরিয়ে দেওয়া।

গত ২৮ মার্চ একটি ফেসবুক লাইভ করে আয়োজকরা নেহার কথার পাল্টা উত্তর দেন। আয়োজক সংস্থা বিটস প্রোডাকশনের দাবি, নেহার জন্য ৪.৫২ কোটি টাকার ক্ষতি হয়েছে তাঁদের। প্রথমে নেহা অভিযোগ করেছিলেন, তাঁদের জন্য খাদ্য-পানীয় বা হোটেলে থাকার ব্যবস্থা করা হয়নি। আয়োজকরা পাল্টা দাবি করেন, সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছিল। পাশাপাশি ওই সংস্থার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও ভাগ করে নেওয়া হয়েছে যেখানে দেখা যাচ্ছে নেহা বিমানবন্দরে পৌঁছে আয়োজকদের সঙ্গে দেখা করেছেন এবং তাঁকে একটি গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ নেহা ও তাঁর সহযোগীদের জন্য গাড়ির ব্যবস্থাও করা ছিল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *