‘নাম-যশ পেলেই মানুষ ভুলে যায়’, দিলজিৎ, সুনিধিকে নিয়ে কেন ক্ষুব্ধ বর্ষীয়ান শিল্পী?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: যাঁর হাত ধরে কর্মজীবনে অভিষেক, আজ নাকি তাঁকেই ভুলে গিয়েছেন সঙ্গীতশিল্পী তথা অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। শুধু তিনিই নন, একই অভিযোগ উঠেছে সুনিধি চৌহানের দিকেও। সম্প্রতি তাঁদেরকে ঘিরে বিস্ফোরক মন্তব্য দাবি করেছেন সঙ্গীত পরিচালক গুড্ডু ধনোয়া। জনপ্রিয়তা পাওয়ার পর একেবারেই বদলে গিয়েছেন নাকি তাঁরা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে গুড্ডু জানিয়েছেন ২০১১ সালে তাঁর সঙ্গেই প্রথম কাজ করেছিলেন দিলজিৎ। ওই বছর ‘দ্য লায়ন অব পাঞ্জাব’ ছবির হাত ধরে প্রথম পরিচালকের আসনে বসেন বর্ষীয়ান শিল্পী। আর সেখানেই অভিনেতা হিসেবে অভিষেক হয় দিলজিতের। কিন্তু আজ তিনি কোথায়! গায়ককে নিয়ে প্রশ্ন করতেই বিরক্তি প্রকাশ করেন পরিচালক। তিনি সাফ জানিয়ে দেন, “দয়া করে কিছু ভাল মানুষদের নিয়ে কথা বলুন। যাঁরা প্রকৃত।”

এই প্রসঙ্গে ক্ষোভ উগড়ে দেন সুনিধির উপরেও। এক সময়ে যে গায়িকা তাঁর পা ছুঁয়ে প্রণাম করতেন, এখন তাঁর ফোনও ধরেন না। গুড্ডু বলেন, “এখনও মনে আছে, আমরা ‘বিচ্ছু’ ছবির শুটিং করছিলাম। ১৪-১৫ বছরের সুনিধি গেয়েছিল ‘এক ভারি তকলে’। আমি শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমার পা ছুঁয়ে প্রণাম করেছিল। আমি ওকে কাছে টেনে নিয়েছিলাম। কিন্তু মানুষ পরে এগুলো ভুলে যায়। কয়েক দিন আগে আমি ওকে ফোন করেছিলাম। ফোনও ধরেনি। এমনকি উত্তরও দেয়নি।”
কিছুটা হতাশ হয়েই পরিচালকের মন্তব্য, “আমি বুঝি না মানুষ কীভাবে বদলে যায়।” যদিও ইন্ডাস্ট্রির সকলেই যে এমন নয়, তার প্রমাণও দিয়েছেন অনুপম খের, শাহরুখ খান-সহ আরও অনেকের তুলনা টেনে। গুড্ডু বলেন, “সবাই এক নয়। শাহরুখ খান, অনুপম খের, বিদ্যা বালন, প্রিয়াঙ্কা চোপড়া আরও অনেকেই আছেন।”