চাহালের পাশে এক সুন্দরীকে দেখেই সমাজমাধ্যমে ধোঁয়াশা বাড়ালেন ধনশ্রী, যা দেখে অবাক নেটিজেনরা

0

স্পোর্টস ডেস্ক: ঘটতে চলেছে যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মার। কিন্তু এরমধ্যেও পরতে পরতে ট্যুইস্ট। যুজবেন্দ্র চাহালের সঙ্গে নিজের পুরনো ছবি সমাজ মাধ্যমে ফিরিয়ে এনে চমকে দিলেন ধনশ্রী বর্মা যা নিয়ে প্রবল চর্চা নেটিজেনদের। চাপানউতোরের শুরু চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। দুবাইয়ের গ্যালারিতে চাহালের পাশে বসে থাকা সুন্দরী তরুণীর ছবি ও ভিডিও ভাইরাল হয়। কে এই সুন্দরী, খোঁজ শুরু হয়। পরে জানা যায়, ওই তরুণী হলেন আর আরজে মহওয়াশ। পেশায় ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। মূলত প্র্যাঙ্ক ভিডিও বানিয়েই নেটদুনিয়ার চর্চায় আসেন তিনি।

চর্চিত প্রেমিকার সঙ্গে বেশ খুশিখুশি চেহারাতেই ধরা পড়েন যুজবেন্দ্র চাহাল। কয়েক দিন আগেও চাহালের সঙ্গে তাঁর ছবি ভাইরাল হয়। যদিও মহওয়াশ বরাবর ভারতীয় স্পিনারের সঙ্গে তাঁর সম্পর্কের কথা অস্বীকার করেছেন। ভক্তদের মিথ্যে গুজবে কান না দেওয়ার এবং তা না ছড়ানোরও অনুরোধ করেন তিনি। পাশে দাঁড়িয়ে সমর্থন জুগিয়েছেন চাহালও। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পরই জোরালো হয় নতুন করে প্রেমের গুঞ্জন। আর ঠিক সে’সময়ই ধনশ্রীর সমাজমাধ্যমের পেজ দেখে চমকেই ওঠেন নেট নাগরিকরা।

চাহালের পাশে সুন্দরীকে দেখে কী করলেন ধনশ্রী?

তিনি চাহালের সঙ্গে নিজের বেশ কিছু ছবি সমাজমাধ্যম থেকে সরিয়ে নিয়েছিলেন। আর্কাইভ করে রাখা সেই ছবিগুলি তিনি ফের ফিরিয়েছেন সমাজমাধ্যমের দেওয়ালে। যা দেখে অনেকেই বেশ অবাক। নেটিজেনরা এরপরই মন্তব্য করেন, স্বামীকে কি ঘরে ফেরানোর চেষ্টা করছেন তিনি? নাকি, নতুন করে চাহালকে হারানোর ভয় পাচ্ছেন অভিনেত্রী? চাহাল-ধনশ্রী বিবাহ বিচ্ছেদ হয়েছে না এখনও প্রক্রিয়ার মধ্যে রয়েছে তা নিয়ে অবশ্য কেউই মুখ খোলেননি। বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্রের খবর ছিল, বান্দ্রা ফ্যামিলি কোর্টে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। ধনশ্রী কেন হঠাৎ এরপরও চাহালের ছবি ফেরালেন তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। চাহালের সঙ্গে সুন্দরী মেয়েটির সত্যি কোনও কিছু সম্পর্ক তৈরি হয়ে কিনা তা জানতেও উৎসাহী ভক্তরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *