দিনের পর দিন যৌন হেনস্থা! মোনালিসাকে নিয়ে ছবি তৈরির মাঝেই ধর্ষণের অভিযোগে গ্রেফতার সনোজ মিশ্র

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: মহাকুম্ভ থেকে জনপ্রিয়তা পাওয়ার পরেই রাতারাতি উঠে আসে মোনালিসা ভোঁসলের অভিনয় করার খবর। কিন্তু যার হাত ধরে অভিষেক হওয়ার কথা ছিল, এ বার তার বিরুদ্ধেই উঠল ধর্ষণের অভিযোগ। মালা বিক্রেতা তরুণীকে নিয়ে একটি ছবি বানাচ্ছিলেন পরিচালক সনোজ মিশ্র। যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হল তাকে।

অভিযোগ, অভিযুক্ত পরিচালক ঝাঁসির এক তরুণীকে প্রতিনিয়ত প্রলোভন দেখিয়ে গিয়েছেন সিনেমায় সুযোগ করে দেওয়ার। ‘নায়িকা’ হওয়ার স্বপ্ন দেখিয়ে দিনের পর দিন যৌন হেনস্থা করেছেন তিনি। কিন্তু কীভাবে এই সবের সূত্রপাত? নির্যাতিতা জানিয়েছেন, ২০২০ সালে টিকটক ও ইনস্টাগ্রামের মাধ্যমে সনোজের সঙ্গে আলাপ তাঁর। ফোনালাপের ঠিক পরের বছরই সেই তরুণীকে দেখা করতে বলেন পরিচালক। প্রথমে রাজি না হওয়ায় আত্মহত্যার হুমকি দেন তিনি। পরের দিন ওই তরুণীকে একটি রিসর্টে নিয়ে যান সনোজ। সেখানেই ঘুমের ওষুধ খাইয়ে নির্যাতিতাকে ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ উঠেছে।

এখানেই শেষ নয়, নির্যাতিতার কিছু ছবি এবং ভিডিয়োও ক্যামেরাবন্দি করেছিলেন সনোজ। হুমকি দিয়েছিলেন, তার সম্পর্কে মুখ খুললে সেই সব ভাইরাল করে দেবেন তিনি। অভিযোগ উঠেছে, এত কিছুর পরেও দীর্ঘদিন চালিয়ে যান নির্যাতন। তাঁকে নাকি প্রতিশ্রুতিও দিয়েছিলেন ‘জনপ্রিয়’ পরিচালক।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *