একত্রে সলমন-অভিষেক! জমিয়ে চলত মদের আড্ডা, নিশিঠেকে অমিতাভ বচ্চনও…
একদিকে সলমন খান এবং অন্যদিকে অভিষেক বচ্চন, দুই তারকার মধ্যে সম্পর্কের সমীকরণটা ঠিক কেমন, তা আর ইন্ডাস্ট্রির কাছে অজানা নয়। কিন্তু জানেন কি, এক সময়ে নিশিঠেকে একই ছাদের তলায় বসত মদ্যপানের আসর? সেখানেই একসঙ্গে যোগ দিতেন দুই তারকা। শুধু তাই নয়, সেই আসরে যোগ দিতেন খোদ বলিউডের ‘শহেনশাহ’ অমিতাভ বচ্চন পর্যন্ত। কেমন ছিল সেই ‘নানা রঙের দিনগুলি’?

কথা হচ্ছে সেই সময়ের, যখন সমাজমাধ্যম প্রভাব বিস্তার করেনি এতটাও। ছিল না মোবাইল ফোনের রমরমাও। সম্প্রতি বলিউডের সেই সব দিনের নানা অজানা কথা প্রকাশ্যে এনেছেন ডিজে অকিল। বর্তমান সময়ে তারকা মানেই নিজস্বী তোলার হিড়িক। কিন্তু এককালে এই চিত্রটা ছিল একেবারেই অন্যরকম। তখন ‘সেলেব’রাও নির্দ্বিধায় একে অপরের সঙ্গে দেখা করতেন। গল্প-আড্ডায় মাততেন। কিন্তু তা এখন আর কোথায়?
ডিজে অকিল বলেছেন, “একটা সময় ছিল, যখন আমি পর্যন্ত ব্যক্তিগত জমায়েতে গান-বাজানা করতে যেতাম। তার পরে নিশিঠেকের পার্টিতে গান বাজানো শুরু করি। এক নির্দিষ্ট জায়গায় আড্ডার আসর বসত, যেখানে বলিউডের তাবড় তাবড় তারকা্রা আসতেন। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন সলমন খান, অভিষেক বচ্চন, জন আব্রাহাম, হৃতিক রোশন, ডিনো মোরিয়া-সহ আরও অনেকে। সিনিয়র ও জুনিয়র দুই বচ্চনই একসঙ্গে পার্টি করতেন। সেই সময়ে ক্যামেরার এত রমরমা ছিল না। কিন্তু সময়টা খুব সুন্দর ছিল।”
কিন্তু পরিস্থিতি ক্রমশ বদলেছে। অকিলের কথায়, ” আসলে এখন তারকারা ভয় পান। এখন ওঁরা নিশিঠেকে প্রবেশ করতেই পারেন না। প্রত্যেকে এখন ওঁদের সঙ্গে নিজস্বী তোলার আবদার করেন। খুবই বিরক্ত হন তাঁরা। মানসিকভাবেও অশান্তি একপ্রকার। কিন্তু আগে এই সব বিষয় নিয়ে কাউকে চিন্তা করতে হত না। ওঁরা আসতেন, মদ্যপান করতেন, আনন্দ করতেন। বিশেষ করে তিন খান, শাহরুখ, সলমন ও আমির বলিউডের গানে জমিয়ে নাচ-গান করতেন।”