iphone ব্যবহার তো করেন, কিন্তু i (আই)-এর আসল অর্থ জানেন কি? রইল চমকপ্রদ তথ্য!
‘আইফোন’। আট থেকে আশি সকলেরই আকর্ষণ এই মোবাইল ফোনের প্রতি। বেশিরভাগ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের স্বপ্ন আইফোন ব্যবহারের। এমন অনেকেই আছেন, যাঁরা অ্যাপলের গ্যাজেট বাজারে আসার অপেক্ষায় মুখিয়ে থাকেন। শুধু তা-ই নয়, নিজের সঞ্চয় থেকে নির্দ্বিধায় ব্যয় করে ফেলেন লাখ লাখ টাকা। তবে এই ‘আই’ শব্দের অর্থ কী?

কেন হঠাৎ এমন নামকরণ হল এই মুঠোফোনের? হলফ করে বলা যায়, প্রচুর মানুষের হাতে এই মুঠোফোন ঘুরলেও, বেশিরভাগ মানুষই জানেন না আইফোনের ‘আই’ (i)-এর অর্থ। শুধুমাত্র আইফোন নয়, গোটা বিশ্বে শোরগোল ফেলেছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কোম্পানি অ্যাপেল নির্মিত একের পর এক পণ্য। যেমন তালিকায় রয়েছে, আইপ্যাড, আইপড প্রভৃতি।

আই-ইনকর্পোরেটেড তাদের সমস্ত পন্যের আগেই ‘আই’ শব্দের পাকাপাকি ভাবে ব্যবহার করে আসছে বহু বছর ধরে। তবে কখনও কি মনে হয়েছে, ঠিক কোন রহস্য লুকিয়ে রয়েছে এই ‘আই’ শব্দের পিছনে? এই নিয়ে নেটমাধ্যমে রয়েছে একাধিক বিতর্ক। সরাসরি জেনে নেওয়া যাক ‘আই’ শব্দের আসল মানে।
‘আই’ শব্দটির বাংলা মানে সাধারণত ‘আমি’। তবে এক্ষেত্রে অ্যাপলের চিন্তাভাবনায় রয়েছে কিছুটা ব্যতিক্রম। অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জোবস ১৯৯৮ সালে ‘আইম্যাক’-এর প্রতিষ্ঠার সময় ‘আই’ শব্দের আসল অর্থ জানিয়েছিলেন। তিনি জানান, ‘আই’ দিয়ে শুধুমাত্র একটি নয় পাঁচটি শব্দ বোঝায়। তার মধ্যে একটি হল ‘ইন্টারনেট’ এবং বাকিগুলি হল ‘ইন্ডিভিজুয়াল’, ‘ইনস্ট্রাক্ট’, ‘ইনফর্ম’ এবং ‘ইন্সপায়ার’।

তবে ২০০৭ সালে যখন অ্যাপল প্রথম আইফোন বাজারে আনে, তখন আইফোনের প্রধান তিনটি বৈশিষ্ট্য ছিল ইন্টারনেট, ফোন কল এবং মিউজিক। এর মধ্যে যদিও ‘ইন্টারনেট’ শব্দটি সংযুক্ত ‘আই’ শব্দের সঙ্গে।
উল্লেখ্য, অ্যাপল কোম্পানি কিন্তু ‘অ্যাপল ওয়াচ’-এর ক্ষেত্রে ‘আই’ শব্দটি ব্যবহার করেনি। একইভাবে টিভির ক্ষেত্রেও নামকরণ হয়েছে ‘অ্যাপল টিভি’। তবে এখন প্রশ্ন, যুক্তরাষ্ট্রের এই জনপ্রিয় অ্যাপল কোম্পানি কি আর ‘আই’ শব্দের ব্যবহার করতে চাইছে না তাদের পণ্যের সঙ্গে? তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
অন্যদিকে যা-ই হয়ে যাক না কেন, অ্যাপল নির্মিত ফোনগুলির দীর্ঘস্থায়িত্ব এবং নিরাপত্তার জন্য এর ব্যবহার বেড়েছে এবং ভবিষ্যতেও বাড়বে বলে মনে করা হয়।