এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, এরপরও কেন গ্র্যান্ড সংবর্ধনা থেকে দূরে বিসিসিআই?

0



চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরই ছন্নছাড়া দল। সবাই যে যার মতো করেই দেশে ফিরছেন। টি২০ বিশ্বকাপ জেতার পরে রোহিত শর্মা-বিরাট কোহলিদের রাজকীয় সংবর্ধনা দিয়েছিল বিসিসিআই। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরে ভারতীয় তারকাদের সংবর্ধনার কোনও ব্যবস্থা নেই। টানা বিদেশ সফর। সূত্রের খবর, ক্রিকেটারদের ধকল সামলাতে উৎসবের চেয়ে বিশ্রামই শ্রেয় মনে করেছে বিসিসিআই। তাই যে যার মতো করেই ফিরছেন ব্যক্তিগতভাবে, যার যেমন সুবিধে। কারণ সবায়েরই বিশ্রমের সুযোগ কম সামনেই আইপিএল থাকায়। চলতি মাসের ২২ তারিখ শুরু হবে আইপিএল। দুবাইয়ে নিউজিল্যান্ডকে হারানোর পর বিরাট-রোহিতরা আনন্দ উৎসবে মেতে উঠেছিলেন ঠিকই। কিন্তু ক্রিকেটাররা দেশের বিভিন্ন শহরে আলাদাভাবে আসার কারণে কোনো বাস প্যারেড থাকছে না। বাস প্যারেডের জন্য আবার মুম্বইয়ে গিয়ে একজোট হওয়া এবং তারপরে ফের আইপিএল শিবিরে ফেরা বেশ সমস্যারও। দুবাই জয় করে এরমধ্যেই ভারতীয় ক্রিকেটাররা বীরের বেশে দেশে ফিরতে শুরু করেছেন। রোহিত ও হার্দিক পান্ডিয়া সোমবার রাতেই মুম্বই চলে আসেন।

বিমানবন্দরে পৌঁছোনোর পর ভক্ত-সমর্থকদের হুড়োহুড়ি পড়ে যায়। একই ছবি দেখা যায় মঙ্গলবার শুভমন গিল ফেরার সময়। বিমানবন্দরে কালো শার্ট, চোখে সানগ্লাস পরে দেখা যায় তরুণ তারকাকে। তাঁকে স্বাগত জানাতে ভিড় জমায় সমর্থকরা। দুবাই থেকে সরাসরি দিল্লি পৌঁছন হর্ষিত রানা। দিল্লিতে ফেরেন গৌতম গম্ভীরও। জাদেজা ও বরুণ চক্রবর্তী চেন্নাইয়ে পৌঁছে গিয়েছেন। এয়াপোর্টে বা বাড়ির কাছে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে সাধারণ মানুষ। বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, ‘সব ক্রিকেটাররা সোমবার রাতে দুবাই থেকে ফিরেছে। কয়েক জন ক্রিকেটার সেখানে আছে। তারা আরও দুই দিন সেখানে থাকবে।’ উল্লেখ্য, ৪ জুলাই মুম্বইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ক্রিকেটারদের নিয়ে হয়েছিল বাস প্যারেড। হাজারও ভক্ত-সমর্থক রোহিত-কোহলিদের বরণ করতে জড়ো হয়েছিলেন। মুম্বইয়ের মেরিন ড্রাইভ থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামের রাস্তা আলোকিত হয়ে উঠেছিল। ওয়াংখেড়েতে জাঁকজমকপূর্ণ উদযাপন করেছিল চ্যাম্পিয়ন ভারত। এবার তা থেকে বঞ্চিত হলেন ক্রিকেট ভক্তরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *