একে একে হাজির প্রায় সবাই, বুধবার থেকেই পণ্ডিতের ক্লাস শুরু

কলকাতায় হাজির চন্দ্রকান্ত পণ্ডিত। প্রথম ম্যাচেই মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন কেকেআর। ২২ মার্চের অপেক্ষায় ইডেন। তাই সময় নষ্ট করতে রাজি নন পণ্ডিত। কয়েক সপ্তাহ আগে থেকেই মুম্বাইয়ে প্রাক মরসুম প্রস্তুতি শুরু করে দিয়েছিল কেকেআর। এবার শুরু হবে কলকাতায়। দেশি-বিদেশি একাধিক ক্রিকেটারই এরমধ্যেই কলকাতায় এসে পৌঁছে গিয়েছেন। মঙ্গলবার দুপুরে কলকাতায় চলে এসেছেন নতুন অধিনায়ক অজিঙ্ক রাহানে। সোনালি বেগুনি জার্সিতে পোস্টার, প্ল্যাকার্ড, পতাকা নিয়ে নাইটদের নতুন অধিনায়ককে স্বাগত জানায় ভক্তরা। পোস্টারে লেখা ছিল, ‘ওয়েলকাম টু হোম নাইটস দি এক্সট্রিম।’
https://twitter.com/KKRiders/status/1899511519697879508?t=igLcU9KYWcU49Miw7JuTkg&s=08
বিদেশিদের মধ্যে চলে এসেছেন কুইন্টন ডি কক, আনরিচ নোখিয়া। এছাড়াও স্থানীয় ক্রিকেটারদের মধ্যে এরমধ্যেই এসেছেন রমনদীপ সিং, মণীশ পাণ্ডে, লাভনীত সিসোদিয়া। চন্দ্রকান্ত পণ্ডিত বলেন, ‘আমরা বুধবার থেকে প্রস্তুতি শুরু করে দেব। কয়েকজন আন্তর্জাতিক তারকাকে পাওয়া যাবে না। কারণ সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়েছে। তাঁরা সেখানে খেলেছে। কয়েকজন ভারতীয় তারকাও থাকবে না। তবে বেশিরভাগ ক্রিকেটার চলে আসবে। তাঁদের নিয়েই আমরা শুরু করে দেব।’ দুই ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন বুধবার সকালে দলের সঙ্গে যোগ দেবেন। সকাল সাড়ে আটটা নাগাদ দমদম বিমানবন্দরে নামবেন তাঁরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা চারজন ক্রিকেটার পরের সপ্তাহে দলের সঙ্গে যোগ দেবেন। এই তালিকায় রয়েছেন দু’জন ভারতীয় এবং দু’জন বিদেশি। রয়েছেন বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, স্পেনসর জনসন এবং রহমতুল্লাহ গুরবাজ। দশ বছর পর আইপিএল জিতেছে কেকেআর। অধিনায়ক গৌতম গম্ভীরের পর মেন্টর গম্ভীরের হাত ধরে। তবে এবছর নেই গৌতি। তাই চন্দ্রকান্ত পণ্ডিতের কাছে নতুন চ্যালেঞ্জ। পাল্টেছে অধিনায়কও। নেই এবার শ্রেয়স আইয়ারও। তবে জার্সিতে যোগ হয়েছে থ্রি স্টার। তাতেই ফুটছেন সমর্থকরা। ইডেনে আইপিএল ম্যাচের টিকিটের দাম বেড়েছে এবার। তাতে অবশ্য চাহিদা কমেনি। সর্বনিম্ন টিকিটের দাম গতবারের তুলনায় দেড়শো টাকা বাড়ানো হয়েছে। ৯০০ টাকা রাখা হচ্ছে সর্বনিম্ন টিকিটের দাম।