ভারত নেই ফাইনালে, মাথা চাপড়াচ্ছে ইংল্যান্ড

বিরাট-রোহিতের ওপর যেন বেশিই আস্থা রেখেছিল ইংল্যান্ড। লক্ষ্মীলাভের আশা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারেনি ভারত। ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে দক্ষিণ আফ্রিকা। তাতেই মাথায় হাত ইংল্যান্ডের। ফাইনালে ভারত না থাকায় বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়ছে ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডস। খেলা দেখার যে কোনও ক্রেজই নেই! জানা যাচ্ছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রায় ৪৫ কোটি টাকা আয় কমে গিয়েছে লর্ডসের। সাধারণত ভারত ফাইনালে ওঠা মানেই গ্যালারি পরিপূর্ণ। আইসিসি সাম্প্রতিক কয়েকটি ইভেন্টের ফাইনালে এমন ছবিই দেখা গেছে। ভারতের ম্যাচে গ্যালারিতে দর্শকের হাহাকার কখনোই থাকে না। তাই ভারত ফাইনালে উঠবে ধরেই চড়া মূল্যে টিকিটের দাম রেখেছিল লর্ডস। কারণ ভারতীয় সমর্থকদের টিকিটের চাহিদা সবসময়ই বেশি। কিন্তু ভারত ফাইনালে পৌঁছোতে না পারায় সব হিসেব নিকেশ ভুল হয়ে গেছে। শেষপর্যন্ত গ্যালারি ফাঁকা রাখার চেয়ে দাম কমিয়ে দর্শক মুখর করার চেষ্টায় রয়েছে এমসিসি। এখন টিকিটের মূল্য কমিয়ে ৪০ পাউন্ড থেকে ৯০ পাউন্ডের মধ্যে করা হয়েছে। প্রথমে এর থেকে অন্তত ৫০ পাউন্ড বেশি মূল্য ধার্য্য করা হয়েছিল। তাতেও পর্যাপ্ত টিকিট বিক্রি হচ্ছে না। এমসিসি সদস্যদের মধ্যে যাঁরা আগের মূল্যে টিকিট কিনেছিলেন তাঁদের বাড়তি টাকা ফেরত দেওয়া হচ্ছে। অথচ তারপরই ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। লর্ডসের প্রথম চারদিনের টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এমনকী জুলাইয়ে ভারতের মহিলাদের ওয়ানডে টিকিটের চাহিদা রয়েছে।
রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল টানা তৃতীয়বারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার অন্যতম ফেভারিট ছিল। তবে শেষ আট ম্যাচের ছ’টিতে হার তাদের ফাইনালের দৌড় থেকে ছিটকে দেয়। ভারত ২০২৪-২৫ মরসুমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে ০-৩ ব্যবধানে হেরে যায়। এরপর বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে ১-৩ ব্যবধানে পরাজিত হয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫ ফাইনালের পর লর্ডসেই ১০ জুলাই থেকে ১৪ জুলাই ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচটা আয়োজন করা হবে।