‘সোনা কিতনা সোনা হ্যায়…!’ করবা চৌথে স্ত্রী’কে বিশেষ উপহার গোবিন্দর
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ‘গলি মে আজ চান্দ নিকলা…’ গোবিন্দ-সুনীতাকে দেখলে এমন কথা বলাই যায়!
কিছুদিন আগেই বি-টাউনের চর্চার বিষয় হয়ে উঠেছিল বলি অভিনেতা গোবিন্দ ও স্ত্রী সুনীতার ডিভোর্স-মামলা-একে অপরের বিরুদ্ধে অভিযোগ নিয়ে। বিবাহবিচ্ছেদের গুঞ্জনের মাঝেই করবা চৌথের বিশেষ দিনে, বিশেষ উপহার দিয়ে সুনীতা আহুজাকে ভরিয়েই দিলেন। বিশালাকার সোনার নেকলেসেই নজর কাড়লেন সুনীতা। বলাই বাহুল্য, যা বহুমূল্য। এর আগে এমনই বিশাল টাকার উপহার দিয়ে চমকেই দেন গোবিন্দ। ২০২১ সালে দিয়েছিলেন বিএমডব্লু উপহার।এ বার নতুন গয়না পরে সুনীতা হাসিমুখে ছবি পোস্ট করেন সমাজ মাধ্যমে। লিখেছেন, ‘আমার করবা চৌথের গিফট এসে গিয়েছে।’ সুনীতার পরনে কালো সালোয়ার। কপালে আশীর্বাদী সিঁদুরে টিপ। স্বাভাবিকভাবেই নেকলেস দেখাতে গিয়ে খুশিতে ডগমগ সুনীতা। যা দেখে নেটিজেনরাও খুশি। সুনীতার পোস্টে তাঁকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। কেউ আবার লিখেছেন, গোবিন্দকে ট্যাগ করে লিখেছেন, ‘সোনা কিতনা সোনা হ্যায়…। এর আগে গণেশ পুজোতেও একেবারে রং মিলান্তি পোশাকেই একসঙ্গে গোবিন্দ ও সুনীতা আহুজাকে দেখা গিয়েছিল। তার আগে শোনা গিয়েছিল, ৩৭ বছরের বিবাহিত জীবনে সত্যি সত্যিই ইতি টানতে চলেছেন তাঁরা। তারকা-পত্নী নাকি বান্দ্রা আদালতে অভিনেতার বিরুদ্ধে মামলাও দায়ের করেছেন। এখানেই শেষ নয়, অভিনেতার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ প্রকাশ্যে এনেছিলেন সুনীতা। বিবাহবহির্ভূত সম্পর্ক এমনকি গার্হস্থ্য হিংসারও অভিযোগ তুলেছেন তিনি। যদিও কোনওকিছুই সরকারিভাবে এতদিন বিবৃতি দেননি এই নিয়ে দু’জনে।
শুধু বি-টাউনে গোবিন্দাই নন, বিদেশের মাটিতে সংসার করেও করবা চৌথের ব্রত পালন করতে ভোলেননি আর এক অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মার্কিন পপ তারকা নিক জনাসের সঙ্গে ঘর বেঁধেছেন বিগত আট বছর। কোল আলো করে এসেছে সন্তান মালতী। তবু এই সংস্কৃতি বজায় প্রিয়াঙ্কার। করবা চৌথের আগের দিনই হাত ভরে মেহেন্দি পরেছেন প্রিয়াঙ্কা। তাতেই ‘নিকোলাস’ স্বামীর পুরো নাম লেখেন প্রিয়াঙ্কা। সেই ছবি নিজের সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। যা নজর কেড়েছে নেট দুনিয়ার। ২০১৮ সালের ডিসেম্বরে রাজস্থানের উদয়পুরের উমেদ ভবন প্যালেসে তাঁদের চার হাত এক হয়।