চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, রোহিত-কোহলিদের জন্য বিশাল আর্থিক পুরস্কার বোর্ডের

0

স্পোর্টস ডেস্ক: দুবাইয়ে অনবদ্য পারফরম্যান্স। একযুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। টিম ইন্ডিয়াকে আর্থিক পুরস্কারে ভরিয়ে দিল বিসিসিআই। বোর্ড জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের সদস্যদের ৫৮ কোটি টাকা উপহার হিসাবে দেওয়া হবে। বিসিসিআইয়ের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরার খেতাব পাওয়া ভারতীয় দলকে ৫৮ কোটি টাকা দেওয়া হবে। টিম ইন্ডিয়ার ১৫ জন ক্রিকেটার সহ, কোচ গৌতম গম্ভীর, তাঁর কোচিং স্টাফের অন্যান্য সদস্য এবং সাপোর্ট স্টাফের সদস্যরাও আর্থিকভাবে পুরস্কৃত হবেন। এমনকী অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় দলের নির্বাচকরাও এই পুরস্কারের অংশ পাবেন। 

তবে কাদের জন্য কত টাকা দেওয়া হবে তা জানানো হয়নি। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর যত টাকা পুরস্কার মূল্য পেয়েছে, তার থেকেও বেশি টাকা উপহার স্বরূপ দেওয়া হচ্ছে। সাধারণত বিশ্বকাপ বা অন্য কোনও আইসিসি খেতাব জিতলে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জয়ী দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারায় রোহিত শর্মার ভারত। উল্লেখ্য, গত বছর টি২০ বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মাদের জন্য ১২৫ কোটি টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করে বোর্ড। বিসিসিআই সভাপতি রজার বিনি বলেছেন, ‘পরপর দুটি আইসিসি খেতাব জিতেছে ভারতীয় দল।

ট্রফি জয়ের পুরস্কার মূল্যের চেয়েও বেশি টাকা উপহার বিসিসিআইয়ের

এই পুরস্কার বিশ্ব মঞ্চে ভারতীয় দলের নিষ্ঠা এবং শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দেয়। পর্দার আড়ালে থাকা সকলের কঠোর পরিশ্রমের স্বীকৃতি হিসাবে এই আর্থিক পুরস্কার।’ বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, ‘‌ক্রিকেটারদের এই পুরস্কার ঘোষণা করতে পেরে বোর্ড গর্বিত। সাদা বলের ক্রিকেটে ভারত যে অপ্রতিরোধ্য তা ফের প্রমাণ হল। ক্রিকেটারদের নিষ্ঠা ও পরিশ্রমকে কুর্নিশ।’‌ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অনেকদিন পরই এই পুরস্কার ঘোষণা করল বিসিসিআই। আপাতত, বিরাট কোহলি, রোহিত শর্মারা সকলেই ব্যস্ত আইপিএল টুর্নামেন্টের প্রস্তুতি। শনিবার টুর্নামেন্টের উদ্বোধন। ইডেন গার্ডেন্সে যে ম্যাচে কেকেআরের বিরুদ্ধে খেলতে নামবেন বিরাট কোহলির দল আরসিবি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *