টেস্টের বদলা ওডিআইতে! রোহিত-বিরাটের ফর্ম আর যশস্বীর সেঞ্চুরিতেই সিরিজ মুঠোয় ভারতের  

0

প্রথম দু’ম্যাচে সমান সমান টক্কর দিলেও, তৃতীয় ম্যাচে আর পেরে উঠল না প্রোটিয়ারা। টেস্ট সিরিজ হাতছাড়া হলেও, বিরাট-রোহিত শো’এ একদিনের সিরিজ ভারতেরই দখলে। দক্ষিণ আফ্রিকাকে ২-১ হারিয়ে সিরিজ জিতল কেএল রাহুলের নেতৃত্বাধীন ভারত। দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ৪৭.৫ ওভারে ২৭০ রানে অলআউট হয়ে যায়। জবাবে ভারত মাত্র ১ উইকেট হারিয়েই ৬১ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয়।

তরুণ ও অভিজ্ঞ তিন ক্রিকেটারই দক্ষিণ আফ্রিকার সব আশায় জল ঢেলে দেয়। ব্যাট হাতে দুরন্ত সেঞ্চুরি হাঁকান তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল। ১২১ বলে ১১৬ রানের অপরাজিত ইনিংস। এরমধ্যে জয়সওয়াল মেরেছেন ১২টি চার ও ২ ছক্কা। মাত্র ২৩ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে ৯ সেঞ্চুরির মালিক হলেন তিনি। অন্যদিকে তরুণ ওপেনারের সঙ্গেই নেমেছিলেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা।দুর্দান্তই খেলছিলেন কিন্তু সেঞ্চুরিটার আগেই থেমেছেন। ৭৩ রানে ৭৫ রানের ইনিংস খেলেন। রোহিত ৭ চার ও ৩ ছক্কা মারেন। এরপর বিরাট কোহলি নামলে তিনিই যশস্বীই সঙ্গে ম্যাচ জিতিয়ে দেন। এদিনও কোহলি ছিলেন অনবদ্য। তিনি ৪৫ বলে ৬৫ রানের ঝকঝকে ইনিংস খেলে অপরাজিত থাকেন। এরমধ্যে রয়েছে ৬ চার ও ৩ ছক্কা।

এর আগে টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক চারটি করে উইকেট শিকার করেন কুলদীপ যাদব এবং প্রসিদ্ধ কৃষ্ণা।দক্ষিণ আফ্রিকার হয়ে দুর্দান্ত শুরুটা করেন কুইন্টন ডি’কক। ৮৯ বলে ১০৬ রানের ইনিংস খেলেন ডি’কক।বাভুমাও ভাল খেলছিলেন। তিনি ৪৮ রানে ফেরেন।

এই সিরিজে কোহলি তিন ম্যাচে দুটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরির ইনিংস খেলে সিরিজ সেরা হন। এই নিয়ে একদিনের ক্রিকেটে ১২বার সিরিজসেরা হলেন তিনি। তাতে শচীন তেন্ডুলকরের কাছাকাছিও চলে এলেন। শচীন মোট ১৫ বার ওডিআইতে সিরিজ সেরা হয়েছেন। আর এই ম্যাচে অনবদ্য সেঞ্চুরি করে ভারতকে জয় এনে দেওয়ার সুবাদে ম্যান অফ দ্য ম্যাচ হন যশস্বী জয়সওয়াল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *