‘অসম্ভব’ সম্ভব! পুজোয় জয়া বচ্চনকে হাসতে দেখে নেট-পাড়ায় উল্লাস, নেপথ্যে কাজল
এন্টারটেইনমেন্ট ডেস্ক: শারদ উৎসবের সেই চিরাচরিত পারিবারিক উষ্ণতা! মুম্বইয়ের নর্থ বম্বে সর্বজনীন দুর্গা পুজো মানেই মুখোপাধ্যায় পরিবারের মিলনক্ষেত্র, আর সেখানে এ বার দেখা গেল এক ‘অসাধ্য সাধন’। যিনি সচরাচর পাপারাৎজিদের দেখলে মেজাজ হারান, সেই জয়া বচ্চন-কে ক্যামেরার সামনে হাসালেন এবং একাই পোজ দিতে রাজি করালেন আর কেউ নন অভিনেত্রী কাজল। এই বিরল দৃশ্য মন জয় করে নিয়েছে নেটিজেনদের, দাবি উঠেছে কাজলের জন্য ‘অস্কার’-এর!
অষ্টমীর দিনে জমজমাট ছিল পুজো মণ্ডপ। কাজলের পাশে লাল শাড়িতে উজ্জ্বল ছিলেন জয়া বচ্চন। দু’জনে একসঙ্গে পোজ দিচ্ছিলেন ঠিকই, কিন্তু চিৎকার-চেঁচামেচি করতে থাকা ফটোগ্রাফারদের উপর জয়ার বিরক্তি ছিল স্পষ্ট। যদিও তাঁর ইতিহাসের কথা মাথায় রেখে কাজল বারবার পাপারাৎজিদের শান্ত থাকতে অনুরোধ জানাচ্ছিলেন। এই পর্যন্ত সব স্বাভাবিক। কিন্তু আসল চমক অপেক্ষা করছিল এর পর।

ছবি তোলা শেষ হতেই কাজল একপাশে সরে গিয়ে জয়াকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন, একলা পোজ দিতে হবে! কাজলের ইশারা দেখে প্রথমে হতভম্ব হন জয়া, খানিকটা কিংকর্তব্যবিমূঢ়ও দেখায় তাঁকে। তবে, কাজলের এই দুষ্টুমিতে মেজাজ হারানোর বদলে তিনি যেন বাধ্য হয়েই হাসিতে ফেটে পড়লেন! হাসি মুখেই দিলেন ‘সোলো পোজ’। এই দৃশ্য দেখে উৎফুল্ল পাপারাৎজিরাও, তাঁরা আনন্দে চিৎকার করে ওঠেন। তখন কাজল মজা করে জয়াকে বলেন, “থ্যাঙ্ক ইউ বলো!”

এই পুরো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা মন ছুঁয়ে যায় দর্শকদের। কেউ কেউ লেখেন, ‘কাজল ইমপসিবল কাজটা করিয়ে দিল!’ জয়ার এমন প্রাণখোলা হাসি দেখে পুরনো দিনের ‘চুবুলি মিলি’-র কথা মনে পড়ে যায় অনেকের। নেট-নাগরিকদের মন্তব্য, এই হাসি জয়ার সঙ্গে কাজলের পারিবারিক ও উষ্ণ সম্পর্কেরই প্রতিফলন। করণ জোহরের পুরোনো এক মন্তব্যের কথাও অনেকে টেনে এনেছেন— যেখানে তিনি বলেছিলেন, কাজল নাকি ছোট ও বয়স্কদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেন। জয়া বচ্চন যে কাজল এবং শাহরুখ খানকে নিজের সন্তানের মতোই দেখেন, সেই পুরোনো কথা মনে করিয়ে দিয়ে ভক্তরা এই সম্পর্ককে আরও একবার কুর্নিশ জানালেন।
মুখোপাধ্যায় পরিবার প্রতি বছর এই পুজোর আয়োজন করে থাকেন। কাজলের পাশাপাশি তাঁর বোন রানি মুখোপাধ্যায়-কেও দেখা যায় মণ্ডপে। তবে শুধুমাত্র এই পরিবারের সদস্যরাই নন, মুম্বইয়ের এই মণ্ডপ যেন তারকাদের এক মিলনক্ষেত্র। প্রিয়ঙ্কা চোপড়া এবং বিপাশা বসু-কেও দেবী দর্শনে দেখা গিয়েছে। কাজলের সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে এই উৎসবের ছবি ও ভিডিওতে।