মানুষ চাঁদে যেতে পারে, একটা সম্পর্কে সময় দেবে না কেন? কাঞ্চনকে নিয়ে কেন এমন বললেন শ্রীময়ী!
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ‘এত অবৈধ বলা হল আমাদের। অথচ এখন আমরাই ট্রেন্ড সেটার’। সম্প্রতি ‘পুরাতন’ ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে জুটিতে প্রকাশ্যে এসেছিলেন শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিক । প্রেম থেকে বিয়ে, দর্শকদের কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁদের সর্বক্ষণ। তবে তাতে পিছিয়ে থাকেননি এই দম্পতি। চর্চায় থেকেছেন সর্বক্ষণ। এরপর সদ্যোজাতর জন্মের খরচ নিয়েও বিতর্কের মুখোমুখি হতে হয় কাঞ্চন মল্লিককে। যদিও কাঞ্চন-শ্রীময়ী সবটাই স্পোর্টিংলি সামলেছেন।
অনুষ্ঠানে একসঙ্গে আসতেই তাঁদের একাধিক প্রশ্নের সামনাসামনি হতে হয়। তবে বেশ মজার ছলেই উত্তর দেন এই জুটি। এই যেমন শ্রীময়ীকে প্রশ্ন করা হয় কেমন লাগে কাঞ্চনকে? তিনি বলেন, “আমরা তো পাওয়ার কাপল। ওকে সবসময় ভালোলাগে। না হলে কিবিয়ে করতাম! এত আমাদের অবৈধ বলা হল। এখন আমরাই ট্রেন্ড সেটার।” মজার ছলে তিনি আরও বলেন, “কাঞ্চনের আগের থেকে কিন্তু অনেক গ্ল্যামার বেড়েছে।” তাঁদের প্রেম জানাজানি হওয়ার পর সমাজমাধ্যমে তাঁদের নিয়ে হাসাহাসি লেগেই ছিল। শ্রীময়ী তার উত্তরে বলেন, “অসমবয়সী বিয়ে করেছিলাম আমরা। এখন বিভিন্ন অসমবয়সী প্রেম নিয়ে সিনেমা হচ্ছে।”
অন্যদিকে কাঞ্চনও জানিয়ে দেন, “আমার স্ত্রী সবচেয়ে বেশি সুন্দর।” তাঁদের মধ্যে প্রেম যে অটুট সেটা তাঁদের কথা বার্তায় বেশ স্পষ্ট। বউয়ের থেকে গাইডেন্স পেতে কাঞ্চনের মন্দ লাগে না। এরই মাঝে আরও একটি প্রশ্ন তাঁদের করা হয়। একদিকে বিধায়ক অন্যদিকে অভিনেতা! এই সবটা সামলে কতটা পরিবারের দিকে নজর থাকে তাঁর? কাজের ফাঁকে কাঞ্চন কী সময় দিতে পারেন তাঁর পরিবারকে? শ্রীময়ী জানান, “সময় না দিলেও সম্পর্ককে সময় বের করে নিতে হয়। এই পৃথিবীতে মানুষ চাইলে সবটা করতে পারে। মানুষ যদি চাঁদে যেতে পারে তাহলে একটা সম্পর্ককে সময় দেবে না।’ সত্যি তাই! ইচ্ছে থাকলে উপায় হয়। আবারও প্রমাণ করলেন এই দম্পতি।