তেরঙ্গায় মুড়ে বিদায় ‘ভারত কুমারে’কে, শেষযাত্রায় সামিল বলিউড
এন্টারটেইনমেন্ট ডেস্ক: শববাহী গাড়ি সাজানো হয়েছে তিন রঙের ফুলের মালায়। ভারতের জাতীয় পতাকায় মুড়ে বিদায় জানানো হল ‘ভারত কুমার’কে। দীর্ঘ অসুস্থতার পর গত ৪ এপ্রিল ভোরের আলো ফোটার সঙ্গেই চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন কিংবদন্তি মনোজ কুমার। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। শনিবার রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল তাঁর।
এ দিন বেলা ১২টার দিকে জুহুর পবনহংস শ্মশানে দাহ সংস্কার করা হয় শিল্পীর। শেষ যাত্রায় সামিল ছিল গোটা বলিউড। ছিলেন অভিনেতা অমিতাভ বচ্চন ও তাঁর পুত্র অভিষেক বচ্চন, জায়েদ খান, প্রেম চোপড়া, অনু মালিক, আরবাজ খান-সহ অন্যান্যরা।
বহুদিন ধরেই একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন মনোজ কুমার। সিরোসিস অফ লিভার প্রধান কারণ। যার ফলে অভিনেতার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। গত ২১ ফেব্রুয়ারি তাঁর শারীরিক অবনতি ঘটায় তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানী হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই হৃদরোগের সমস্যা ধরা পড়ে।
তারপরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মনোজ কুমারের প্রয়াণে শোকবার্তা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর টুইটার হ্যান্ডলে লেখেন, ‘প্রবীণ বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমারের মৃত্যুতে আমি শোকাহত। দেশভক্তি চলচ্চিত্রের জন্য খ্যাত তিনি। যার ফলে ‘ভারত কুমার’ উপাধি তাঁর ঝুলিতে। তাঁর চলে যাওয়া চলচ্চিত্র জগতের জন্য ভীষণ ক্ষতিকর এবং দুঃখের।’