মৃত্যু ঘনিয়ে এসেছে এসিপি প্রদ্যুমনের! দু’দশকের পর ‘সিআইডি’কে বিদায় শিবাজী সত্যমের
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ক্রাইম থ্রিলার টেলিভিশন শো-এর প্রসঙ্গ উঠবে, আর ‘সিআইডি’র কথা মাথায় আসবে না, তা হতেই পারে না। প্রায় দু’দশক! এত বছর কেটে গেলেও বিন্দুমাত্র কমেনি এই শো-এর জনপ্রিয়তা। তবে সদ্যই প্রকাশ্যে আসা খবরে মন ভেঙেছে অনুরাগীদের। ‘সিআইডি’তে আর নাকি দেখা মিলবে না এসিপি প্রদ্যুমনের। কারণ, এই চরিত্রে থাকা অভিনেতা শিবাজী সত্যম খুব শীঘ্রই বিদায় নিতে চলেছেন অনুষ্ঠান থেকে।
অন্দরমহলের ফিসফাস, প্রদ্যুমনের চরিত্রটি আগামী পর্বে একটি বোমা বিস্ফোরণের দুর্ঘটনায় মারা যাবে। এমনকি, ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে সেই পর্বের শুটিং। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই সম্প্রচারিত হতে চলেছে পর্বটি। সংবাদমাধ্যমকে সূত্র জানিয়েছে, “সদ্যই ওই পর্বের শুটিং শেষ হয়েছে। খুব তাড়াতাড়িই সম্প্রচার করা হবে এটি। তবে এই বিষয়ে এখনই বিশদে খোলসা করতে চান না নির্মাতারা। যাতে অনুরাগীদের কাছে এটা বেশ একটি বড় ধাক্কা হোক।”
প্রায় ছয় বছর বাদে ফের পর্দায় ফিরেছিল ‘সিআইডি’। দর্শকদের কাছে এ যেন এক নতুন চমকই ছিল বটে। যদিও এর আগে এমনও বহুবার ঘটেছে যে মারা যাওয়ার পরেও গল্পের স্বার্থে ফিরে এসেছে চরিত্রেরা। এসিপি প্রদ্যুমনের ক্ষেত্রেও কি এমন কোনও পরিকল্পনা রয়েছে? এর উত্তর তো সময় দেবে।