মাত্র ২১-এই দুই সন্তানের মা শ্রীলীলা! বিয়ের আগেই মা হন নায়িকা, তাঁকেই বৌমা বানাবেন কার্তিকের মা?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বয়স সবেমাত্র ২১। বিয়ের আগেই দুই সন্তানের মা হন অভিনেত্রী শ্রীলীলা। এক ছেলে এবং এক মেয়ে। সদ্যই তাঁদের প্রকাশ্যে এনেছিলেন ‘পুস্পা ২’-এর নায়িকা।
বিষয়টা খোলসা করেই বলা যাক। খবর, ২০২২ সালে তিনি একটি অনাথ আশ্রমে গিয়েছিলেন। সেখান থেকেই দুই বিশেষ ক্ষমতাসম্পন্ন দুই শিশুকে দত্তক নেন তিনি। গুরু আর শোভিতাই তাঁর দুই সন্তান এখন। এ বার কি শ্রীলীলার সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন কার্তিক আরিয়ান?
টিনসেল টাউনে খবর এখন এমনই। আবারও প্রেমে পড়েছেন নাকি কার্তিক। তাও আবার তাঁর আগামী ছবির নায়িকা শ্রীলীলা। জল্পনা আরও গাঢ় হয় অভিনেতার মা মালা তিওয়ারির বক্তব্যে। সম্প্রতি, এক আন্তর্জাতিক স্তরের পুরস্কারমঞ্চে তিনি জানিয়েছেন, তিনি চিকিৎসক বৌমা চান।
ঘটনাচক্রে শ্রীলীলাও ডাক্তারি পড়ছেন বর্তমানে। এমনকি বেঙ্গালুরুর স্ত্রীরোগ বিশেষজ্ঞ স্বর্ণলতার মেয়ে তিনি। তা হলে কি ছেলের প্রেমেই সিলমোহর দিলেন অভিনেতার মা? উত্তর অধরা। এই প্রসঙ্গে মুখ খোলেননি কার্তিক অথবা শ্রীলীলা কেউই।