কোহলির মাইলস্টোন গড়া ম্যাচে কেএল রাহুলের ঝড়, দিল্লিকে আটকাবে কে?

বিরাট কোহলির মাইলস্টোনের ম্যাচে রাজ করলেন কেএল রাহুল। এই দিল্লিকে এবার থামাবে কে? আইপিএলে এই নিয়ে টানা ৪ ম্যাচ জিতল দিল্লি। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। তাতে বিরাটরা প্রথমে ব্যাট করে থামেন ৭ উইকেটে ১৬৩ রানে। জবাবে কেএল রাহুলের দুরন্ত ব্যাটিংয়ে ১৩ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় দিল্লি। ৬ উইকেটে ম্যাচ জেতে অক্ষর প্যাটেলের দল।
প্রথমে অবশ্য খেলার ছবিটা আলাদাই লাগছিল। ঝড় তোলেন ফিল সল্ট। ১৭ বলে ৩৭ করে ফিরতেই রঙ পাল্টাতে থাকে বেঙ্গালুরুর ব্যাটিংয়ের। নিজেদের ইনিংসের প্রথম ৩ ওভারে ৫৩ রান তোলা বেঙ্গালুরু ইনিংসের শেষ ২ ওভারে রান তুলেছে ৩৬। আর মধ্যের ১৫ ওভারে রান উঠেছে মাত্র ৭৪। কোহলি ফেরেন ২২ রানে। এই রানের মধ্যে ২টি ছক্কা হাঁকান কোহলি।

তাতে আইপিএল ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসাবে ১০০০ বাউন্ডারির মাইলস্টোন গড়েন তিনি। তাতে ৭২১ টা চার ও ২৭৯ টা ছক্কা। ছক্কার রাজা ক্রিস গেইল আইপিএলেও সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন (৩৫৭টি)। সবচেয়ে বেশি চার মেরেছেন শিখর ধাওয়ান (৭৬৮)। তবে চার-ছক্কা মিলিয়ে সবার ওপরে বিরাট কোহলি। রজত পাতিদার করেন ২৫। টিম ডেভিড করেন ২০ বলে ৩৭ রান। জবাবে অবশ্য নড়বড়ে ছিল দিল্লির ব্যাটিং। মাত্র ৩০ রানেই চলে যায় ৩ উইকেট। আউট হন ফ্যাফ ডুপ্লেসি (২), ম্যাকগার্ক (৭) ও অভিষেক পোড়েল (৭) । অক্ষর প্যাটেল চেষ্টা করছিলেন বটে। কিন্তু তিনিও ফেরেন মাত্র ১৫ রানে। তবে কেএল রাহুলের সঙ্গে পঞ্চম উইকেটে শতরানের জুটি গড়েছেন ট্রিস্টান স্টাবস। শতরানের জুটিতে মূল কাজটা রাহুলই করেছেন, ৫৩ বলে তুলেছেন ৯৩ রান। এরমধ্যে ৭ চার ও ৬ ছক্কা। স্টাবস দিয়েছেন যোগ্য সঙ্গ। তিনি অপরাজিত ছিলেন ২৩ বলে ৩৮ রান নিয়ে। দু’জনের ব্যাটিংয়ের জোরই অনায়াসে জিততে পারল দিল্লি। এই ম্যাচের পর দিল্লি ২ নম্বরে, বেঙ্গালুরু ৩ নম্বরে।