শাহরুখের বার্তায় কি কামব্যাক করতে পারবে নাইটরা? চিপকের ঘরের মাঠে কি হবে বরুণ ম্যাজিক

0

স্পোর্টস ডেস্ক: হারকে জিতনে ওয়ালো কো বাজিগর কহতে হ্যায়। কলকাতা থেকে অল্পের জন্য হেরে গিয়ে চিপকে কি ‘বাজিগর’ হতে পারবেন অজিঙ্কা রাহানে? বিপক্ষে চেন্নাই সুপার কিংস। তার চেয়েও বড় কথা, কেকেআরের বিরুদ্ধে চেন্নাইয়ের নেতৃত্বে ফিরছেন ক্ষুরধার মস্তিষ্কসম্পন্ন মহেন্দ্র সিং ধোনি। যার নেতৃত্বে সবচেয়ে সফলতম দলে পরিণত হয়েছে চেন্নাই। লখনউয়ের বিরুদ্ধে হারের পরই নাইট কর্ণধার বার্তা পাঠিয়েছেন ক্রিকেটারদের। ড্রেসিংরুমে সেই বার্তা পড়ে শুনিয়েছেন খোদ সিইও ভেঙ্কি মাইসোর। যে বার্তায় শাহরুখ বলেন, ‘এই হারটা আরও বেশি দুঃখ দিচ্ছে।

কারণ, আমরা জয়ের খুব কাছে চলে গিয়েছিলাম। তবে এই ম্যাচের অনেক কিছু ইতিবাচক দিকও রয়েছে। আমরা শেষপর্যন্ত লড়ে গিয়েছিলাম’। লখনউয়ের বিরুদ্ধে হার নিয়ে নানা সমালোচনার মুখোমুখি হতে হয়েছে নাইট রাইডার্সকে। লখনউয়ের বিরুদ্ধে হারের পরই সৌরভ বলেছিলেন, ‘রিঙ্কু-রাসেল অত পরে কেন ব্যাট করতে নামবে? বলছি না, রামনদীপ সিং খারাপ ব্যাটার। ও-ও যথেষ্ট ভালো। কিন্তু তবু বলব, রিঙ্কুদের আর একটু আগে নামানো যেত।’ তবে কি বদল হতে পারে দলের কম্বিনেশনের? কেকেআরের সহ অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার অবশ্য বলেন, ‘আমাদের কম্বিনেশন প্রায় একই রয়েছে। আমরা ভালই খেলছি। গত ম্যাচে আমরা মাত্র চার রানে হেরেছিলাম। এই ম্যাচে কম্বিনেশনে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই’।

চিপকের উইকেট এমনিতেই স্পিন সহায়ক। এর ফলে ভূমিপুত্র বরুণ চক্রবর্তী এই ম্যাচে কার্যকরী ভূমিকা নিতে পারেন। এই প্রসঙ্গে কেকেআরের ব্যাটার ভেঙ্কটেশ আইয়ার জানিয়েছেন, ‘চিপকের এই উইকেটে বরুণ সবসময়ই সেরা বিকল্প। এছাড়া এটা ওর ঘরের মাঠ, এর পাশাপাশি এই মাঠে অজিঙ্ক রাহানের খেলার অভিজ্ঞতা রয়েছে। এরপর যদিওআইয়ার বলেন, ‘আমরা এসব ভেবে খেলতে নামি না। ভাল ক্রিকেটের জন্য নিজেদের প্রস্তুত করি। বিশেষ পরিস্থিতির কথা ভেবে খেলতে নামি না। পেশাদার খেলাধুলো এটাই।’ ছয় ম্যাচে চার পয়েন্ট নিয়ে আপাতত লিগ তালিকায় ৬ নম্বরে রয়েছে কেকেআর। চেন্নাই পরপর চার ম্যাচ হেরে আরও কোনঠাসা। বাজিগরের কথায় উদ্বুব্ধ হয়ে নাইটরা কামব্যাক করতে পারেন কিনা, তাই দেখার।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *