প্রথম সন্তানের বয়স পেরোয়নি ২, দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ পেলেন ৪১-এর গওহর খান
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ২০২৩ সালে প্রথমবার কোলে আসে সন্তান। এ বার দুই থেকে তিন নয়, তিন থেকে চার হতে চলেছেন গওহর খান এবং জায়েদ দরবার। দ্বিতীয়বারের জন্য মা-বাবা হতে চলেছেন তারকাজুটি। সমাজমাধ্যমে নিজেরাই জানিয়েছেন সুখবর।
ইনস্টাগ্রামে একটি ভিডিয়োবার্তায় তাঁরা জানিয়েছেন সবটা। যেখানে গওহরের স্পষ্ট বেবি বাম্পই খোলসা করছে সবকিছু। ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে গওহর লিখেছেন, ‘সবার ভালোবাসা ও প্রার্থনার প্রয়োজন। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাতে চাই। আমাদের দ্বিতীয় সন্তান আসতে চলেছে।’
সুখবর প্রকাশ্যে আসতেই অভিনেত্রীকে আদর এবং ভালবাসায় ভরিয়েছেন নেটিজেনরা। গওহরকে অভিনন্দন জানিয়েছেন ইন্ডাস্ট্রির পরিচিতরাও।
‘বিগ বস ৭’-এ বিজয়ী হয়েছিলেন গওহর। ২০২০ সালে গাঁটছড়া বাঁধেন প্রায় ৯ বছরের ছোট জনপ্রিয় কোরিওগ্রাফার জাহেদ খানের সঙ্গে। যদিও তাঁদের বয়সে পার্থক্য নিয়ে এক সময়ে কম সমালোচনার মুখে পড়েননি তাঁরা। সে সব কানে না নিয়েই জমিয়ে উপভোগ করছেন সুখী দাম্পত্য জীবন। এ বার আবারও নতুন অতিথির প্রতীক্ষা।