‘প্রধানজি পর কিসনে গোলি চালায়া?’ মিলবে উত্তর! কবে আসছে ‘পঞ্চায়েত ৪’?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ‘প্রধানজি পর কিসনে গোলি চালায়া?’ একরাশ প্রশ্ন এবং কৌতূহল নিয়েই শেষ হয়েছিল ‘সিজন ৩’। তবে অপেক্ষার অবসান। ‘ফুলেরা গ্রামে’ যাওয়ার জন্য তৈরি তো? খুব শীঘ্রই নতুন সিজন নিয়ে ফিরছে ‘পঞ্চায়েত’।

দেখতে দেখতে ৫ বছর। ২০২০ সালে আজকের দিনেই প্রথম মুক্তি পায় এই সিরিজের প্রথম সিজন। এর আগে তিনটে সিজনই দর্শকমহলে বহুল জনপ্রিয়। বিশেষ করে ‘অভিষেক ত্রিপাঠী’র চরিত্রে জিতেন্দ্র কুমার, ‘ব্রিজভূষণ’-এর চরিত্রে রঘুবীর যাদব এবং অবশেষে ‘প্রহ্লাদ পাণ্ড’-এর চরিত্রে ফয়সল মালিক মন জয় করেছিলেন অনুরাগীদের। ‘মঞ্জু দেবী’র চরিত্রে নীনা গপ্তও অনবদ্য। হাসিমজার ফোয়ারার সঙ্গে টানটান উত্তেজনা, সবমিলিয়ে নতুন সিজনের জন্য অধীর আগ্রহে বসেছিলেন সকলেই। অবশেষে সিরিজের পঞ্চম বর্ষপূর্তিতে সুখবর দিলেন নির্মাতারা। কোথায়, কবে থেকে দেখা যাবে এই সিরিজ?

বৃহস্পতিবার ‘প্রাইম ভিডিও’র তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় যে আগামী ২ জুলাইতে মুক্তি পাবে নতুন সিজন। আরও বেশি হাসি, আবেগ ও নাটকীয় মুহূর্ত যে অপেক্ষা করছে, তা আর বলার অপেক্ষা রাখে না। নতুন সিজনে গল্প কোন দিকে মোড় দেয়, এখন তা দেখতেই মুখিয়ে রয়েছেন দর্শকরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *