‘শিল্পী হিসেবে শিল্পকে সম্মান করুন’, ‘ডাইনি’কে ‘যাত্রা টাইপ’ বলা নিয়ে পরমাকে কটাক্ষ রাহুলের

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: রাতারাতি বিতর্কের কেন্দ্রে মিমি চক্রবর্তী অভিনীত ওয়েব সিরিজ ‘ডাইনি’। কয়েকদিন আগেই হইচই প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে নির্ঝর মিত্র পরিচালিত এই সিরিজটি। আর তা নাকি একেবারেই পছন্দ হয়নি টলিপাড়ার ‘রোজগেরে গিন্নি’ পরমা বন্দ্যোপাধ্যায়ের। তা সর্বসমক্ষে বলতেও পিছপা হননি তিনি। এমনকি, সিরিজটিকে ‘যাত্রা টাইপ’ বলে কটাক্ষ করেছিলেন তিনি। এ বার তা নিয়েই সমাজমাধ্যমে শোরগোল।

এর আগে প্রতিবাদে মুখ খুলেছিলেন আজকের দিনের যাত্রাসম্রাজ্ঞী কাকলি চৌধুরী। পরমার পোস্টের কমেন্ট বক্সেই তিনি লিখেছিলেন, ‘যাত্রা মায়ের প্রচুর সন্তান আছেন যাঁরা মায়ের এই অপমান মেনে নেন না। ভবিষ্যতে সাবধানে কলম চালাবেন।’ তিনি আরও যোগ করেন, ‘জীবনের অধিকাংশ সময়টা ঠান্ডা ঘরে কাটিয়ে দেওয়া মানুষ আপনি। আপনি যাত্রার কী বোঝেন? যাত্রার কষ্টের ব্যাপারে কী জানেন? হিম্মত আছে, ৩ ঘণ্টা শুকনো কাঠের স্টেজের উপর অভিনয় করে খোলা আকাশের নিচে, ভিজে মাটিতে, ধানের গোঁজের উপর শুধু গান না, অভিনয়ের সঙ্গে নাচ-গান করে দর্শক বসিয়ে রাখার? তাই ভেবে কলম ধরুন। আপনি যাত্রাকে অসম্মান না করলে আপনার পোস্টে কমেন্ট করার কোনও রুচি ছিল না আমার।’

যদিও এর পাল্টা উত্তর দিয়েছিলেন পরমাও। তাঁর দাবি, যাত্রা টাইপ বলতে তিনি যাত্রার চড়া মাপের অভিনয়ের কথা বলেছেন। এ বার সমাজমাধ্যমে প্রতিবাদের সুর চড়ালেন রাহুল বন্দ্যোপাধ্যায়। একটি ভিডিয়োবার্তায় তিনি বলেন, “আমার মনে হয় একজন শিল্পী হিসেবে উচিত অন্য শিল্পের সম্মান করা। ক্ষমাহীন দর্শকদের সামনে তিন ঘণ্টা দাঁড়িয়ে পারফর্ম করতে যে কী লাগে, সেটা বলার নয়। আমি শুনলাম, চড়া মাপের অভিনয় বোঝাতে যাত্রা কথাটা ব্যবহার করেছেন। আপনি যাত্রার কতটুকু জানেন? আপনি নাকি কাকলি চৌধুরীর সম্পর্কে জানেন না। আপনার লজ্জা হওয়া উচিত। আপনি মনে করেন এই কলকাতার পৃথিবীটাই সব। একবার বাইরে গিয়ে জিজ্ঞেস করবেন অনল-কাকলি কারা? তাঁদের নামে বাঘে-গোরুতে এক জায়গায় বসে যাত্রা দেখে। তাঁদের না চিনতে পারা আপনার ব্যর্থতা।” শেষে অভিনেতা এটাও বলেন, “আপনার থেকে চিরকার ভাল ব্যবহার পেয়েছি। এই কথাগুলো আপনার থেকে কাম্য নয়।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *