ফের নজির ‘পরিণীতা’র! ধারাবাহিকের টিআরপি তালিকার প্রথম পাঁচে ‘পঞ্চবাণ’ মারল কারা?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: চলতি বছরের প্রায় শুরু থেকেই বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে ‘পরিনীতা’। খুবই অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করেছে উদয়প্রতাপ সিং এবং ঈশানী চট্টোপাধ্যায়ের জুটি। এই সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.২। তালিকার প্রথম পাঁচে রয়েছে আর কোন কোন ধারাবাহিক?
‘পরিনীতা’র পরেই টিআরপি তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে ‘জি বাংলা’র আরও এক জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। এ বারে জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভূ পেয়েছে ৬.৮। এমনকি এই সপ্তাহে কামাল দেখিয়েছে ‘ফুলকি’ও। গত সপ্তাহের থেকে অনেকটাই এগিয়ে এই ধারাবাহিক। একেবারে তৃতীয় স্থান দখল করে এ বার ‘ফুলকি’র প্রাপ্ত নম্বর ৬.৬।
চতুর্থ স্থান যৌথভাবে ধরে রেখেছে ‘স্টার জলসা’র দুই ধারাবাহিক। ‘রাঙামতী তিরন্দাজ’ এবং ‘পরশুরাম, আজকের নায়ক’। উভয়েরই প্রাপ্ত নম্বর ৬.৩। পঞ্চম স্থানেও যৌথভাবে দুই ধারাবাহিক। ৫.৯ নম্বর পেয়ে জায়গা করে নিয়েছে ‘কথা’ এবং একইসঙ্গে ‘কোন গোপনে মন ভেসেছে’। ষষ্ঠ স্থানে ‘গৃহপ্রবেশ’। এই সপ্তাহে এটি পেয়েছে ৫.৮। এর পরেই তালিকার সপ্তম স্থানে যৌথ ভাবে রয়েছে ‘গীতা এলএলবি’ ও ‘চিরদিনই তুমি যে আমার’। দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৭। অষ্টম স্থানে ৫.৫ নম্বর পেয়ে রয়েছে ধারাবাহিক ‘চিরসখা’। নবম স্থানে যৌথভাবে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘রোশনাই’।