পুলিশি হেফাজতে আফরান নিশো! অভিনেতাকে দেখেই ‘ফাঁসি চাই’ স্লোগান
এন্টারটেইনমেন্ট ডেস্ক: মুখ ভর্তি দাড়ি, পরনে কয়েদির পোশাক, হাতে পরানো হাতকড়া। এ কী বেশ বাংলাদেশি অভিনেতা আফরান নিশোর! অভিনেতাকে চারিদিকে ঘিরে রয়েছে পুলিশ। উন্মত্ত জনতার সামনে আসতেই ‘ফাঁসি চাই’-এর স্লোগান। হঠাৎ কী এমন হল?
সম্প্রতি ঢাকার গুলশানে কয়েদির বেশে দেখা মিলল আফরান নিশোর। না, এটি কোনও বাস্তবের দৃশ্য নয়। বরং সবটাই তাঁর আগামী ছবির প্রচারকৌশল। বিষয়টা খোলসা করেই বলা যাক। আসন্ন ইদেই মুক্তি পেতে যাচ্ছে নিশো অভিনীত সিনেমা ‘দাগি’। ছবিটি প্রায়শ্চিত্তের গল্প বলে। পরিচালনার দায়িত্বে রয়েছেন শিহাব শাহীন।
ওপার বাংলার সংবাদমাধ্যম সূত্রে খবর, এই সিনেমার মূখ্য ভূমিকায় অর্থাৎ দাগি আসামির বেশে দেখা যাবে নিশোকে। মুক্তির আগে বৃহস্পতিবার, ২৭ মার্চ অনুষ্ঠিত হল ছবিটির সাংবাদিক সম্মেলন। সেখানেই সাজাপ্রাপ্ত আসামির বেশে হাজির হয়ে সকলকে চমকে দেন নিশো।
বোঝাই যায়, এই সবটাই ছবির প্রচারকে কেন্দ্র করেই। এরপর মঞ্চে নির্মাতা শিহাব শাহীন অভিনেতার হাতকড়া খুলে তাঁকে নিজের আসনটাই ছেড়ে দেন। নিশো ছাড়াও ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় দুই নায়িকা তমা মির্জা এবং সুনেরাহ বিনতে কামাল। অন্যদিকে অভিনয় ছাড়াও ছবির প্রধান গানেও কণ্ঠ দিয়েছেন আফরান নিশো।