দূষণের জের আর শীতের কুয়াশা! লখনউতে ধোঁয়াশার জেরে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচই বাতিল
লখনউয়ের একানা স্টেডিয়ামের দিকে একঝলক তাকালে নচিকেতার ‘ঘিরে ধরে কুয়াশা যখন’ গানটা গাইতে ইচ্ছে করবে যে কোনও বাঙালির। না, কোনও বৃষ্টি নেই, কোনও দুর্ঘটনাও নেই, ফ্লাডলাইট বন্ধ হয়ে যাওয়াও নেই, বিরল কুয়াশাচ্ছন্ন পরিবেশেই মাঠ খেলার উপযুক্ত মনে করলেন না আম্পায়াররা। পরিত্যক্ত হয়ে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজের চতুর্থ ম্যাচ। ফলে, পঞ্চম তথা শেষ ম্যাচে আহমেদাবাদেই সিরিজ নির্ধারণ হবে ভারত জিতবে না ড্র হবে। এরমধ্যেই এই সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে।
বুধবার লখনউয়ে বায়ুদূষণের মাত্রা প্রায় ৪০০ ছুঁয়ে ফেলেছিল।যা সাধারণভাবে অত্যন্ত বিপজ্জনক হিসেবে ধরা হয়। একদিকে প্রবল দূষণের জের, অন্যদিকে শীতের কুয়াশা। তাতে প্রবল ধোঁয়াশায় মাঠে কার্যত কিছুই দেখা যাচ্ছিল না। মাঠে ৬ বার পরিদর্শন করেন আম্পায়াররা। যত রাত বাড়তে থাকে, ততই কুয়াশার চাদরে মুড়ে যেতে থাকে যেন একানার মাঠ। শেষপর্যন্ত ৯টা ২৫ নাগাদ শেষবার পরিদর্শন করে হাল ছেড়ে দেন তাঁরা। বাতিলই ঘোষণা করা হয়। খারাপ আবহাওয়ার কারণে টসও করতে পারেননি সূর্যকুমার যাদব এবং এডেন মার্করাম।
এতটাই খারাপ পরিস্থিতি অনুশীলনের সময় হার্দিক পান্ডিয়াকে মাস্ক পরে থাকতে দেখা যায়।দ্রুত প্রস্তুতি সেরে প্যাভিলিয়নে ফিরেও যান সব ক্রিকেটাররা। এই বাতিলের পরই প্রশ্ন উঠেছে, শীতকালে এমন মাঠে খেলা দেওয়া কি বিবেচকের মতো সিদ্ধান্ত হয়েছে! যখন বিগত কয়েকবছর ধরেই দূষণের মাত্রা বাড়ছে দিল্লি সহ আশপাশের রাজ্যে।
তবে চতুর্থ ম্যাচে বিশেষ ভাল খবর পায়নি ভারত। ভারতীয় দলের সহ অধিনায়ক শুভমন গিল অনিশ্চিত। তিনি পায়ের পাতায় চোট পেয়েছেন।চোটের খাতায় আগে থেকেই রয়েছেন অক্ষর প্যাটেলও। শেষ ম্যাচে শুভমন খেলতে পারেন কিনা তাই দেখার। ফলে, যাই হোক, ভারত এই সিরিজে এগিয়ে থাকার সুবাদে, হারানোর ভয় নেই।
