গৃহকর্ম সহায়িকাকে মারধর! ‘অভিযোগ প্রমাণ হবার আগেই দোষী?’ বিতর্কের মুখে পাল্টা প্রশ্ন পরীমণির
এন্টারটেইনমেন্ট ডেস্ক: গৃহকর্ম সহায়িকাকে মারধর! আবারও একবার বিতর্কের কেন্দ্রে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। সদ্যই তাঁর বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক গৃহকর্ম সহায়িকা। অভিযোগ, পরীমণির শিশুকন্যাকে খাওয়ানো নিয়ে অভিনেত্রী মারধর করেছেন তাঁকে। বাংলাদেশি সংবাদমাধ্যম জানায়, অসুস্থ বোধ করায় হাসপাতালে যেতে চান তিনি। কিন্তু সেখানেও নাকি নিয়ে যাননি পরীমণি। এই খবর ছড়িয়ে পড়তেই মুখ খুলতে বাধ্য হলেন অভিনেত্রী। সমাজমাধ্যমে লাইভে এসে সরাসরি এই বিষয়ে কথা বলতে বসলেন তিনি।
পাল্টা প্রশ্ন রাখেন, “থানার মাধ্যমে অভিযোগ জানানো হয়েছে মানে বিষয়টা এখন আইনি পর্যায় চলে গেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই কি সমাধান হওয়াটা উচিত নয়? একটু কি অপেক্ষা করতে পারতেন না মিডিয়াকর্মীরা? যেভাবে ওঁর (গৃহকর্মীর) একের পর এক সাক্ষাৎকার নেওয়া হল, তাতে তো এটা স্পষ্ট যে মানুষ অভিযোগ দায়ের করলেই একজন দোষী হয়ে যায়।”
তিনি আরও বলেন, “আমি যদি দোষী হই, তাহলে আমি শাস্তি পাবই। কিন্তু অভিযোগ প্রমাণ হওয়ার আগেই কাউকে দোষী বলা যায়? কিন্তু বিভিন্ন সংবাদমাধ্যমে যেভাবে ওই মেয়েটির বক্তব্য পেশ করা হচ্ছে যেন আমি দোষী সাব্যস্ত হয়ে গেছি। এখনও কিন্তু আমি অভিযোগের বিরুদ্ধে কোনও কথা বলিনি। কারণ আমি আইনের উপর ভরসা রাখতে চাই।”
এই প্রসঙ্গে বলা যায়, সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে, মাসখানেক আগে পরী মণির বাড়িতে তাঁর এক বছরের কন্যাকে দেখভালের জন্য নিযুক্ত হন পিংকি আক্তার নামে ওই কর্মী। পরীমণি প্রশ্ন তোলেন, “আমার বাড়িতে অনেকেই গৃহকর্মে যুক্ত। তাঁদের তো কোনও অভিযোগ নেই এত বছরে? এই মেয়েটিই এক মাসের মধ্যে কেন এমন অভিযোগ তুলল? আমি জানি না, এই মেয়েটি এমন কেন করল?”