৩৫ টি পরীক্ষায় ফেল করেও আইএএস অফিসার! জানুন বিজয় বর্ধনের কাহিনি

0

লাইফস্টাইল: বৈদ্যুতিক আলোর আবিষ্কারক এডিসনের কথা সকলেরই জানা। ১০০ বারের চেষ্টায় নাকি সফল হয়েছিলেন তিনি। ব্যর্থতা যে সাফল্যেরই একটি অংশ, সেটাই যেন আরও একবার প্রমাণ করেছেন ভারতের এই তরুণ। এক বার নয়, দু’বার নয়, ৩৫ বার পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন তিনি। তাও আবার ‘ইউপিএসসি’র মতো জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষায়। তাও হাল ছাড়েননি তিনি। অদম্য জেদেই আজ বিজয় বর্ধন একজন সফল আইএএস অফিসার।

ইউপিএসসি সিভিল সার্ভিস এর পরীক্ষাতে সফল হওয়া মুখের কথা নয়। প্রত্যেক বছর প্রায় লক্ষাধিক ছাত্র-ছাত্রী ইউপিএসসি পরীক্ষা দিয়ে থাকেন। তেমনই অনুপ্রেরণামূলক গল্পগুলির মাঝে বিজয় বর্ধনের গল্প যেন অনুপ্রেরণা জাগায় অনেকের মনে।

হরিয়ানার সিরসা জেলার বিজয়। ২০২১ সালের ব্যাচের ছাত্র ছিলেন তিনি। সিরসায় স্কুলজীবন শেষ করে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়তে শুরু করেন তিনি, তারপর সেই পড়া শেষ করে UPSC-র প্রস্তুতি নিতে চলে যান দিল্লিতে। তখন থেকেই স্বপ্ন ছিল আইপিএস, আইএএস হবেন তিনি। সেই মতো প্রস্তুতিতে মন-প্রাণ বিসর্জন দিলেও সেই সময় পরপর ৩৫টি পরীক্ষায় ব্যর্থ হন বিজয়। তবুও থেমে থাকেননি তিনি।

২০১৪ সালে প্রথমবার UPSC সিভিল সার্ভিসে বসেন বিজয়। অবশেষে ২০১৮-য় আসে প্রথম সাফল্য। ইউপিএসসি ক্র্যাক করে আইপিএস অফিসার হিসেবে কাজে যোগ দেন তিনি। তবে তাতে মন ভরেনি তাঁর। ফের আরেকবার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইএএস অফিসার হওয়ার চেষ্টা করেন তিনি।

IAS হওয়ার জন্য ২০২১ সালে ফের একবার পরীক্ষা দেন তিনি। অবশেষে সাফল্য! পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের অন্যতম সফল এইএসএস অফিসারের মর্যাদায় ভূষিত হন বিজয়।

যে কটি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তিনি, সেই পরীক্ষাগুলিকে নিজের অনুশীলনের উপায় হিসেবেই বরাবর দেখেছেন তিনি। আইপিএস হওয়ার পরও, লক্ষ্য ছিল আইএএস অফিসার হবেন এবং নিজের লক্ষ্যে অবিচল থেকে সেই ইচ্ছা পূরণ করেন হরিয়ানার বিজয় বর্ধন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *