দ্বিতীয় বিয়ে ভাঙল সুদীপ মুখোপাধ্যায়ের, সমাজমাধ্যমে কী লিখলেন প্রাক্তন স্ত্রী পৃথা?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: টলিউডে ফের বিচ্ছেদের খবর। আলাদা হল অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় ও স্ত্রী তথা নৃত্যশিল্পী পৃথা চক্রবর্তীর পথ। সমাজমাধ্যমে নিজেই সেই কথা লিখলেন পৃথা।
দীর্ঘ এক দশকের বিবাহিত জীবন। সম্পর্কের সূত্রপাত তারও আগে থেকে। তবে দীর্ঘদিন ধরেই নাকি টলিপাড়ায় ফিসফাস তাঁদের বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে। শনিবার তাতে সিলমোহর দিয়ে পৃথা নিজেই ফেসবুকে লিখলেন, ‘আমি ও সুদীপ মুখোপাধ্যায় বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছি। তবে সারাজীবন আমরা একে অপরের বন্ধু হয়ে থাকব।’

এর আগে দামিণী বেণী বসু-র সঙ্গে বিবাহবন্ধনে ছিলেন সুদীপ। কোলে আসে কন্যা সন্তান। বয়স যখন সাত, সম্পর্কের বয়স তখন আট বছর। দীর্ঘদিনের দাম্পত্য জীবন থেকে বেরিয়ে আসেন তাঁরা। ২০১৩ সালে দাম্পত্য সম্পর্কে ইতি টেনেছিলেন বেণী ও সুদীপ। আর তার দু বছর পর, ২০১৫ সালে বিয়ে করেন সুদীপ ও পৃথা। দু’জনের বয়সের ফারাক প্রায় দু’দশকের। ফেসবুকের মাধ্যমে আলাপ হয়েছিল তাঁদের। সেখান থেকেই বন্ধুত্ব, প্রেম এবং বিয়ে। হঠাৎ কেন আলাদা হল দু’জনের পথ? অভিনেতার সঙ্গে আডিশনের তরফে যোগাযোগ করা হলেও বেজে গিয়েছে ফোন।