সন্তানের কাছে ‘নায়িকা’ পরিচয়ে আপত্তি বর্ষার, সিনেমা ছাড়ার সিদ্ধান্তে তীব্র নিন্দা পরীমণির
এন্টারটেইনমেন্ট ডেস্ক: দু’জনেই অভিনেত্রী, দু’জনেই দুই সন্তানের মা। কথা হচ্ছে ওপার বাংলার দুই জনপ্রিয় অভিনেত্রী বর্ষা এবং আফিয়া নুসরাত বর্ষা এবং পরীমণি। তবে সম্প্রতি, সন্তানদের সামনে নিজের ‘নায়িকা’ হওয়ার পরিচয় নিয়ে ঘোর আপত্তি প্রকাশ করেছেন বর্ষা। সেই কারণেই সিনেমা থেকে অবসর নেওয়ারও কথা জানিয়েছেন তিনি। অন্যদিকে তাঁরই কিছু মন্তব্যকে ঘিরে এ বার কটাক্ষ করলেন পরীমণি।
দুই সন্তানের মা হবার পর থেকে অভিনয় অনেকটাই কমিয়ে দিয়েছেন বর্ষা। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “হাতে কয়েকটি ছবি আছে, এগুলো শেষ করতে করতেই বেশ সময় চলে যাবে। এরপর আমি আর নতুন কোনো ছবি করব না। কারণ, আমার বড় ছেলের বয়স ১০, ছোট ছেলের ৭ বছর। কয়েক বছর পরই বড় ছেলের ১৪-১৫ বছর হয়ে যাবে। তখন সে যদি দেখে, তার মা সিনেমার নায়িকা, তখন কী ভাববে?”

এই মন্তব্যেরই পাল্টা উত্তর দিয়ে সমাজমাধ্যমে পরী লেখেন, ‘আপনি একদম ঠিক। কিন্তু আপা, আপনার বাচ্চা বড় হওয়ার সঙ্গে পর্দাতে হিরোইন লাগার কোন ব্যাপারই নেই। কারণ, আপনি এটা করার অপচেষ্টা যে করে গেছেন সেটা আজীবনই রয়ে যাবে। আপনি খুবই বাস্তববাদী। আপনি এতই বাস্তববাদী যে আপনার হাতে আটকানো তিনটে সিনেমা শেষ হওয়ার পরেই সিনেমা থেকে সরে যেতে চাইছেন। যদি সত্যি আপনার নিজস্ব কোনও অনুভূতি থেকে এখান থেকে চলে যেতে চান, তো এই মুহূর্তেই ছেড়ে দেন। আর যদি না ছাড়তে হয়, তাহলে আজীবন এটাকে স্বগর্বে বহন করে যান।’ তিনি আরও লেখেন, ‘এই যে আপনি বলছেন আপনার বাচ্চাদের কারও দশ বছর হয়ে যাবে কারও সাত বছর হয়ে যাবে…
কত বছর ধরে এই ইন্ডাস্ট্রি ডুবাচ্ছেন সেটা একবার ভাববেন। আপনার বাচ্চাদের যদি আপনাকে দেখতে নাই ভাল লাগে, যে মা নায়িকা হলে তারা তার মাকে গ্রহণ করতে পারবে না লজ্জায়! তা হলে অন্তত এইটুকু গ্যারান্টি দেন যে তারা ভুলতে পারবে কোনওদিন আপনি কোনও একজন নায়িকা ছিলেন। আর আপনি যে বলেছেন মেয়েদের বাজার! মেয়েদের বাজার কী? কী বোঝাতে চাইলেন? তাহলে আপনি কী? খরিদ্দার ছিল বলেই বাজার হয়েছে। মেয়েদেরকে বাজাইরা কে বা কারা বানিয়েছে, আপনার জানতে মন চায়নি কখনও?’