হাতে প্লাস্টার, বিমানবন্দরে ছবিশিকারিদের মুখোমুখি সোনালি, কী হল অভিনেত্রীর?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: দীর্ঘদিন ধরে পর্দা থেকে দূরে অভিনেত্রী। মারণরোগ ক্যানসারকে জয় করে ফিরেছেন সুস্থ স্বাভাবিক জীবনে। সেই সোনালি বেন্দ্রে কোথায়? সম্প্রতি মুম্বই বিমানবন্দরে দেখা মিলল অভিনেত্রীর। তবে কিছুটা অন্যভাবেই। হাতে প্লাস্টার, অথচ ঠোঁটের কোণে সেই চেনা হাসি। ছবিশিকারিদের মুখোমুখি হতেই কী বললেন তিনি?

পরনে গাঢ় নীল রঙের টিশার্ট এবং জিন্স। মুখে নেই কোনও রূপটান। এদিন ক্যাজুয়াল লুকেই দেখা গেল সোনালিকে। প্যাপারাৎজিদের দেখেই মৃদু হাসি। বিরক্তি প্রকাশ না করেই কথা বললেন তাঁদের সঙ্গে। আগামী ২৮ মার্চ থেকে নিজের পডকাস্ট শুরু করতে চলেছেন তিনি। তার আগেই এই অবস্থা! কীভাবে ঘটল দুর্ঘটনা?

প্রশ্ন করতেই সোনালি বললেন, ‘পড়ে গিয়েছিলাম। তার পর হাতটা ভেঙে গেছে।” যদিও কীভাবে পড়েছেন তিনি, সেই নিয়ে বিশেষ কিছু মন্তব্য করতে দেখা যায়নি সোনালিকে।

আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে অভিনেত্রীর নতুন পডকাস্ট। থুরি ‘পওডকাস্ট’। সারমেয় বন্ধুদের নিয়েই জমবে এই নতুন পডকাস্ট। যার নাম, ‘দ্য হ্যাপি পওডকাস্ট’। পেট পেরেন্টিং এবং পশুদের দেখাশোনা সংক্রান্ত আলোচনা করা হবে সেই পডকাস্টে। সোনালি বেন্দ্রেকে শেষবারের মতো দেখা গিয়েছে ‘দ্য ব্রোকেন নিউজ ২’তে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *