দীর্ঘ ২ দশকের কেরিয়ার! ৪৫ বছর বয়সে বর্ণময় কেরিয়ারের ইতি টানলেন রোহন বোপন্না

0

সবাইকে একদিন থামতে হয়। তবু বয়সের সঙ্গে যুদ্ধ করেই এগিয়ে যাচ্ছিলেন রোহন বোপন্না। ৪৫ বছর বয়সে এসে এ বার টেনিস কোর্ট বিদায় জানালেন ভারতের কিংবদন্তি টেনিস তারকা। পেশাদার টেনিস থেকে অবসর ঘোষণা করলেন ভারতের অন্যতম সেরা ডাবলস খেলোয়াড় রোহন বোপন্না। থামল পথচলা। থামল ২২ বছরের উজ্জল কেরিয়ার। তাতে ভারতকে উপহার দিয়েছেন দুটি গ্র্যান্ড স্লাম।

২০১৭ সালে গ্যাব্রিয়েলা দাব্রোস্কির সঙ্গে জুটি বেঁধে জিতেছিলেন ফ্রেঞ্চ ওপেন মিক্সড ডাবলস। আর ২০২৪ সালে ম্যাথিউ এবডেনের সঙ্গে অস্ট্রেলিয়ান ওপেন জিতে নতুন ইতিহাস গড়েন তিনি। সেইসঙ্গে অনন্য নজিরও গড়েছেন বোপন্না। ৪৩ বছর বয়সে গ্র্যান্ড স্ল্যাম জয়ী সবচেয়ে প্রবীণ পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েন ও বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন। এছাড়া তিনি আরও চারটি গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলেছিলেন। প্যারিস মাস্টার্স ১০০০-এ আলেকজান্ডার বুবলিকের সঙ্গে জুটি বেঁধে তিনি শেষ বারের মতো কোর্টে নেমেছিলেন। রাউন্ড অফ ৩২-এর সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে জন পিয়ার্স এবং জেমস ট্রেসির কাছে তাঁরা ৫-৭, ৬-২, ১০-৮ গেমে পরাজিত হন। এরপরই অবসরের সিদ্ধান্ত। এক আবেগঘন বার্তায় বোপন্না বলেন, ‘একটি বিদায়… তবে শেষ নয়’।


শক্তিশালী সার্ভিস, তীক্ষ্ণ নেট প্লে এবং ডাবলস ও মিক্সড ডাবলসে অবিচল উপস্থিতির জন্য বোপন্না ভারতের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় হিসেবে পরিচিত। সমাজ মাধ্যমে বোপন্না লিখেছেন, ‘আমি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালেও, টেনিসের সঙ্গে আমার গল্প এখানেই শেষ নয়। এই খেলা আমাকে সব কিছু দিয়েছে। এখন আমি চাই, সেই ভালোবাসা ফিরিয়ে দিতে। যেন ছোট শহরের তরুণরা বুঝতে পারে, তাদের শুরুটা নয়, তাদের বিশ্বাসই নির্ধারণ করবে কত দূর যেতে পারবে তারা। বিশ্বাস, কঠোর পরিশ্রম আর ভালোবাসা এই তিনেই সব সম্ভব।’ স্মৃতি ফিরিয়ে রোহন লেখেন, ‘কর্গে কাঠ কেটে সার্ভ শক্ত করার দিনগুলো থেকে শুরু করে, বিশ্বের সেরা কোর্টগুলিতে আলোয় দাঁড়িয়ে খেলা—সবই যেন আমার কাছে ছিল স্বপ্নের মত।’ তিনি লিখেছেন, ‘আমার স্ত্রী সুপ্রিয়া, তুমি আমার জীবনের সঙ্গী, প্রতিটি লড়াইয়ে পাশে থেকেছ। আর আমার কন্যা ত্রিধা, তোমার জন্যই শেষ কয়েক বছরে খেলেছি—তোমাকে শেখাতে চেয়েছি স্বপ্নের মূল্য কত।’
রোহন বোপন্না ভারতের হয়ে ডেভিস কাপ, এশিয়ান গেমস এবং অলিম্পিকেও প্রতিনিধিত্ব করেছেন। ২৬টি ডাবলস টাইটেল জিতেছেন, যার মধ্যে রয়েছে ৬টি এটিপি মাস্টার্স ১,০০০ জয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *