‘ঘিবলি’ ট্রেন্ডে গা ভাসালেন অমিতাভও! কার্টুনের বেশে কী বললেন ‘বিগ-বি’?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: তিনি বলিউডের ‘বিগ-বি’। বয়স বাড়লেও বদলাতে থাকা সময়ের সঙ্গে বেশ ভালই পা মেলাতে জানেন অমিতাভ বচ্চন। সমাজমাধ্যমেও বেশ সক্রিয় তিনি। তাই জনপ্রিয় ‘ঘিবলি’ ট্রেন্ড নিয়ে তিনি ওয়াকিবহাল থাকবেন না, তা কীভাবে হতে পারে! অবশেষে কৃত্রিম বুদ্ধিমত্তায় গা ভাসালেন তিনিও।
গত কয়েক দিন ধরেই সমাজমাধ্যম ছেয়ে গিয়েছে এই ‘ঘিবলি’ অ্যানিমেশন ছবিতে। অনুরাগী, থেকে তারকা, সকলেই যেন প্রবেশ করেছেন কার্টুনের দুনিয়ায়। স্বয়ং অভিতাভও। মুম্বইয়ের বাড়ির বাইরে অনুরাগীদের সঙ্গে প্রতিবার নিয়ম করেই দেখা করেন অমিতাভ। সেই সাক্ষাতেরই একটি ছবি তিনি ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে। তবে ঘিবলি অবতারে। সেইসঙ্গে জুড়েছেন কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বানানো আরও কিছু ছবি।
এআই-এর এমন ছড়িয়ে পড়া জনপ্রিয়তা দেখে অমিতাভ লেখেন, ‘সারা বিশ্বকে কব্জা করে ফেলল। যোগাযোগের মধ্যে নতুন বাস্তবতা।’ ছবিগুলি সমাজমাধ্যমে ছডিয়ে পড়তেই অভিনেতার প্রশংসা করেছেন অনুরাগীরা। পাশাপাশি নতুন অবতারে অভিনেতাকে দেখে কিছুটা চমকেই উঠেছেন তাঁরা।