শহরের বাইরে হেনস্থার সৌরভ-দর্শনাকে, মালদায় অনুষ্ঠান করতে গিয়ে প্রতারণার শিকার তারকা-জুটি
এন্টারটেইনমেন্ট ডেস্ক: মালদায় ছিল ফ্যাশন শোয়ের অনুষ্ঠান। নির্দিষ্ট সময়ের আগেই পৌঁছে গিয়েছিলেন সৌরভ দাস এবং দর্শনা বণিক। তাও আবার দীর্ঘ পথ যাত্রা করে। বাঁকুড়া থেকে এসেছিলেন সৌরভ এবং লখনউ থেকে আসেন দর্শনা। কিন্তু অনুষ্ঠান করা তো দুরস্থ, সেখানে গিয়ে হেনস্থার শিকার হতে হল তারকাজুটিকে। ঠিক কী কী ঘটেছিল তাঁদের সঙ্গে? সমাজমাধ্যমে সৌরভ নিজেই পোস্ট করে জানালেন সবটা।
মালদায় একটি অনুষ্ঠান করার কথা হয় সৌরভ-দর্শনার। সেই মতো শুরু হয় মেল আদান-প্রদান। সৌরভ জানান, তাঁদের আগেও বলে দেওয়া হয়েছিল যে অনুষ্ঠানের দু’দিন আগে তাঁদের পারিশ্রমিক দিয়ে দেওয়া হবে। পারিশ্রমিকের কথা তো আয়োজকরা রাখেনইনি, উপরন্তু অনুষ্ঠানের দিনেও কোনওরূপ যোগাযোগ করা হয় না তাঁদের সঙ্গে। অভিনেতা বলেন, “মাস দুয়েক আগে আমাদের জানানো হয় যে অনুষ্ঠানের আগেই সমস্ত পারিশ্রমিক মিটিয়ে দেওয়া হবে। কিন্তু গত সন্ধে থেকেই আমাদের টিমের সঙ্গে তাঁদের কোনও আলোচনা হয়নি। আমি ফোন করলেও কোনও উত্তর আসেনি। টানা ৮ ঘণ্টা যাত্রা করে বিষ্ণুপুর থেকে ফিরেছি। দর্শনা এল লখনউ থেকে। কিন্তু এর পরেও আমরা মালদা এসেছি অনুষ্ঠান করতে। কিন্তু আয়োজকরা তাঁদের কথা রাখতে পারেনি পারিশ্রমিক নিয়ে।”
সৌরভ সাফ জানিয়ে দেন, কোনও যোগাযোগ না হওয়ায় এবং পারিশ্রমিক না মেলায় তাঁরা অনুষ্ঠানমঞ্চে যাবেন না। তিনি বলেন, “আমি জানিয়ে রাখছি, আয়োজকদের এমন উদাসীনতার কারণেই আমরা মঞ্চে যাব না। কিন্তু কোনওভাবে যেন মানুষের কাছে ভুল বার্তা না দেওয়া হয় যে আমরা আসব বলে আসিনি।”